For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

হরিণাকুন্ডেু করোনায় ৪ জনের মৃত্যু

Published : Thursday, 24 June, 2021 at 6:07 PM Count : 203


ঝিনাইদহের হরিণাকুন্ডুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় করোনায় ৭ জনের মৃত্যু হলো। উপজেলাতে মাত্র এক সপ্তাহ'র ব্যবধানে আটজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় জনমনে ভীতিকর শঙ্কা ঘিরে ধরেছে। 

আটজনই করোনা আক্রান্ত হওয়ার রেজাল্ট পজেটিভ জেনেও তারা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ না করে বাড়িতে ফিরে আসে। ফলশ্রুতিতে তারা নিজের মৃত্যু নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাবাসিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
 
সর্বশেষ মৃত ব্যক্তিরা হলেন- বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর এলাকার মান্দারতলা গ্রামের শুকুর আলী(৭১), বুধবার রাত ১০ টার দিকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন মালিতা (৬২)। তাছাড়া বুধবার উপজেলার ভায়না ইউনিয়নের রহিমপুর স্কুল পাড়ার আব্দুস সাত্তার (৭২) ও নারায়ণপুর গ্রামের হাজি মনির উদ্দিন (৯২) উভয়ই করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

হরিণাকুন্ডু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈন উদ্দীন আহমেদ জানান, মৃত লাশের পাশে সারা রাত ধরে অসহায় স্ত্রীরা ছাড়া আর কেউ অবস্থান করেনি। প্রতিবেশী কিংবা অন্য কেউ মৃতের বাড়িতে এসে সামান্যতম সহানুভূতি টুকুও প্রকাশ করেনি। ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটি মৃতের বাড়ি বাড়ি পৌঁছে মরদেহের গোসল, কবর খনন, বাঁশ কাটা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহে দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, করোনা আক্রান্ত হওয়ার রেজাল্ট পজেটিভ জেনেও তারা করোনা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ না করে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। ফলশ্রুতিতে তারা নিজের মৃত্যুর দিকে ঝুকে যাচ্ছে। সাথে এলাকাবাসিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এছাড়া মৃত ওই চারজনের বাড়িসহ আশেপাশের অন্তত ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় হরিণাকুন্ডেু নতুন ২৭ জনসহ সাতদিনে আক্রান্ত হয়েছেন ৬২ জন। ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯ দশমিক ২০ শতাংশ। আর এ পর্যন্ত উপজেলায় ৮১৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৭ জনের।

এ ব্যাপারে উপজেলাতে কোভিড নিয়ন্ত্রণে করোনা আক্রান্ত ব্যক্তিরা বাধ্যতামূলক চিকিৎসা সেবা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিবৃন্দ কার্যকর ভূমিকা রাখা জরুরী বলে সচেতন নাগরিক মহল প্রত্যাশা ব্যক্ত করছে।
 
জেইউআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,