For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাংলাবান্ধা স্থলবন্দরকে নতুন রুপে সাজানোর অঙ্গীকার

Published : Thursday, 17 June, 2021 at 10:46 AM Count : 259

পঞ্চগড়েতেঁতুলিয়া দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাকে নতুন রুপে সাজানোর অঙ্গীকার করেছেন আমদানি-রপ্তানীকারক গ্রুপের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। 

বুধবার ডাকবাংলোর রেরং কমপ্লেক্সে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপ। 

সভায় বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ ও চারদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনে নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান নবগঠিত কমিটির সভাপতি ও  বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। 

তিনি বলেন, সরকার বাংলাদেশের স্থলবন্দরগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে নেপাল পর্যন্ত রেললাইন স্থাপন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপনসহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। 
এ সময় গণমাধ্যম কর্মীরা বাংলাবান্ধা স্থলবন্দরের সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে বিভিন্ন মতামত ও প্রশ্ন উপস্থাপন করলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন। 

সেই সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য মহামারী করোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যাদি পরিচালনা করার কথা জানান। 

সভায় সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, দপ্তর সম্পাদক মানিক, নর্দান বাবু, কোষাধক্ষ্য মোজাফফর হোসেনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,