For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ফের শ্রমিকলীগ নেতার হোটেল থেকে নারীসহ গ্রেফতার ৪

Published : Sunday, 30 May, 2021 at 3:23 PM Count : 1719

শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- কাজী সুমন (৪০) তাজুল, (৩৫), সীমা (৩০) ও সোনিয়া (২২)।

শনিবার উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১নং হাউসের ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, কথিত শ্রমীকলীগ নেতা মাজেদ খানের নিয়ন্ত্রণাধীন রিভার ওয়েভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর চালিয়ে আসছিল। প্রতিদিন বিকেল হলেই দেখা যায়, এখানে ঢাকাসহ আশপাশের এলাকার বিত্তবানদের আনাগোনা। লাল নীল বাতির আলোয় গভীর রাত পর্যন্ত চলে জুয়া, মাদক আর অশ্লীল কাজ। 
শনিবার বিকেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে হোটেলটিতে ঢুকে অসামাজিক কার্যকলাপ বন্ধে আটক করে হোটেলটির মালিক মাজেদ খান ও  মুহিত আলমকে‌। পরে খবর দেয়া হয় পুলিশকে। কিন্তু উত্তরা পশ্চিম থানা পুলিশ অজ্ঞাত কারণে এসেও কাউকে গ্রেফতার না করে ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে সটকে পড়ে হোটেল মালিক কথিত শ্রমীকলীগ নেতা মাজেদ খান ও তার সহযোগী মুহিত আলম। বিষয়টি পরে তাৎক্ষণিকভাবে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলামকে জানানো হলে আবারো ঘটনাস্থলে আসে পুলিশ। পরে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (অপারেশন) সুমন দাস জানান, অনৈতিক কাজের অপরাধে গ্রেফতার করা চারজনকে রোবববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

উত্তরা জোনের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম অবজারভার প্রতিবেদককে বলেন,রিভার ওয়েভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেকে চারজনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। 

এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্রমিকলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন এই রিভার ওয়েভ হোটেলে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে গ্রেফতার করেছিলো। আটকদের মধ্যে পাঁচজন তরুণীসহ ছিল ২৬ জন পুরুষ। এর মধ্যে বিদেশি নাগরিকও ছিলো।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,