For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চলন্ত বাসে নারী শ্রমিককে গণধর্ষণ, ৬ ধর্ষককে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

Published : Saturday, 29 May, 2021 at 4:55 PM Count : 125

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ঘটেছে। এঘটনায় জড়িত ৬ ধর্ষককে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) আব্দুল্লা হিল কাফি। 

এর আগে শুক্রবার রাত ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশ মাইল এলাকার ডি.সি নার্সারির সামনে ব্যাড়িকেড দিয়ে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিক বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই নারীর গ্রামের বাড়ি লালমনিরহাট। সে স্বামীর সাথে নারায়নগঞ্জের চাষাড়া এলাকায় থেকে একটি তৈরী পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫)। এঘটনায় বগুড়া জেলার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতো।

থানা পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গণধর্ষণের শিকার নারী শ্রমিক শুক্রবার দুপুরে নারায়নগঞ্জের চাষাড়া থেকে মানিকগঞ্জে বোনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাসা নারায়নগঞ্জের উদ্দেশ্য একটি বাসে উঠলে রাত ৮ টার দিকে তাকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়া হয়। পরে অন্য বাসের জন্য অপেক্ষার একপর্যায়ে তার পূর্ব পরিচিত এক ব্যক্তির সাথে দেখা হয়। পরে রাত ৯ টার দিকে নিউ গ্রামবাংলা পরিবহনের মিনিবাসে করে টঙ্গি স্টেশন রোডে যাওয়ার জন্য বাসটিতে উঠেন। এসময় বাসের হেলপার মনোয়ার ও সুপারভাইজার সাইফুল ইসলাম তাদের কাছে ৩৫ টাকা করে ভাড়া লাগবে বলে জানান। 
এঘটনায় ওই নারী শ্রমিক তার পরিচিত লোকটিকে নিয়ে টঙ্গি যাওয়ার আগেই বিভিন্ন স্থানে অন্য যাত্রীদের নামিয়ে দেয়। পরে বাসটি টঙ্গি না গিয়ে আশুলিয়া বাজার এলাকা থেকে ইউটার্ন নেয় এবং রাস্তা থেকে তাদের পরিচিত আরও চার ব্যক্তিকে বাসে উঠায়। এসময় ওই নারী শ্রমিকের সাথে থাকা ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করে বাসের মধ্যে বেঁধে রাখা হয়। 

একপর্যায়ে মিনিবাসের দরজা জানালা বন্ধ করে আশুলিয়ার গরুরহাট এলাকা থেকেই চলন্ত বাসে ওই নারীর উপর পালাক্রমে পাশবিক নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে বিষয়টি রাস্তায় টহলরত পুলিশের নজরে আসলে তারা গাড়িটিকে ধাওয়া করে। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাভার হাইওয়ে থানা পুলিশের সহযোগীতায় আশুলিয়ার বিশ মাইল এলাকায় ব্যাড়িকেড দিয়ে আটক করা হয়। 

পরে গাড়ির ভিতর থেকে ধর্ষণের শিকার নারী শ্রমিক ও তার সাথে থাকা নাজমুলকে উদ্ধারসহ গণধর্ষণের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেন। এছাড়া ধর্ষণের ঘটনায় ব্যবহৃত মিনিবাসটিও জব্দ করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম জানান, মহাসড়কের চলাচলকারী একটি মিনিবাসের ভিতর থেকে হঠাৎ এক নারী চিৎকার করলে আমাদের মোবাইল টিমের সদস্যরা গাড়িটি (ঢাকা মেট্রো-জ-১১-১৬৪৮) আটক করে। পরে ওই নারীর কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পেরে ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) আব্দুল্লাহিল কাফি জানান, নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের বিষয়টি শিকার করায় শনিবার দুপুরে সাত দিনের পুলিশ রিমান্ড চয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ওএফ/এসআর

চলন্ত বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,