For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অর্ধশত বছরের পুরানো কবরে অক্ষত মৃতদেহ

Published : Saturday, 29 May, 2021 at 3:52 PM Count : 838

পটুয়াখালীদশমিনায় কবর থেকে প্রায় অর্ধশত বছরের পুরানো অক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ১ নং রণগোপালদী ইউনিয়নের চরঘুনি গ্রামের মতি ফকির বাড়ির পারিবারিক কবরস্থানের নদী ভাঙ্গণ কবলিত স্থান থেকে মৃতদেহটি উত্তোলন করা হয়। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃতদেহটি ৪৬ বছর আগে মৃত্যুবরণ করা হাশেম ফকিরের। তিনি একই গ্রামের মৃত আয়েন উদ্দিন ফকিরের ছেলে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফকির বাড়ির পারিবারিক কবরস্থানটির কিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।  
জানা যায়, নদী ভাঙ্গণে কবরটির কিছু মাটি সরে গেলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির ও স্থানীয় লোকজন কাফনে মোড়ানো মৃতদেহটির পায়ের দিকের অংশ দেখতে পান। পরে নদী ভাঙ্গণের আশংকায় শনিবার কবর খুঁড়ে মৃতদেহটি উত্তোলন করেন পারিবারিক লোকজন ও স্থানীয়রা। 
মৃতদেহটি দেখে উৎসুক জনতা হতবাক হয়ে যান। মৃতদেহের কাফনের কাপড়টি ধবধবে সাদা। বাঁধনসহ কাফনের কাপড়টি শক্ত মনে হয়। 

মৃতের ছেলে সরকারি জগতি চিনিকল কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা আ. খালেক মিয়া বলেন, আমার বাবা ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেছেন। 

মৃতের নাতী বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান অবজারভারকে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ভাঙ্গণ থেকে রক্ষার জন্য মাওলানাদের সঙ্গে আলাপ করে ইসলামি শরিয়াহ মোতাবেক আমার দাদার মৃতদেহ উত্তোলনের পর উহার পবিত্রতা রক্ষা করে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামে আমাদের আরেকটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে, নদী ভাঙ্গণে অর্ধশত বছরের কবর ভেঙ্গে অক্ষত মৃতদেহ দেখতে পাওয়ার খবরটি ফেসবুকসহ লোকমুখে ছড়িয়ে গেলে শত শত উৎসুক জনতা এলাকায় এসে ভিড় করেন। 

দশমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ কে এম মোসলেম উদ্দিন অবজারভারকে বলেন, আমার জানামতে কোন মুসলমানের মৃতদেহ যদি কবরে অক্ষত থাকে এবং কবর নদী ভাঙ্গণের ঝুঁকিতে থাকে তবে উহা হেফাজতের জন্য পুনঃদাফন ইসলামে বৈধ। 

-এসটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,