For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দৌলতখানে ২৫ গ্রাম প্লাবিত

Published : Wednesday, 26 May, 2021 at 4:55 PM Count : 420

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে ভোলাদৌলতখান উপজেলার মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে কয়েকটি চরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পাঁচটি ইউনিয়নের চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরে অবস্থিত অন্তত ২৫ গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে হাঁস, মুরগী, ছাগল, ভেড়াসহ গৃহস্থালী সামগ্রী।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে মেঘনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট উচ্চতায় পানি প্রভাহিত হওয়ায় এসব অঞ্চলে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। অনেকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। 

প্লাবিত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে, মদনপুর, চরপাতা, ভবানীপুর, সৈয়দপুর ও হাজিপুর ইউনিয়ন। জোয়ার অব্যহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। 

সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার বলেন, তার ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার সহশ্রাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে। 
ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলামনবী নবু বলেন, তার ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের চাপে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। মধ্য মেঘনায় চর হাজারিতে গুচ্ছগ্রামের দুই শতাধিক ঘর তলিয়ে গেছে। 

চরপাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ার হেলালউদ্দিন বলেন, তার ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মধ্যে ৬নং ওয়ার্ড সম্পূর্ণ এবং ৪, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৮০ শতাংশ অঞ্চল প্লাবিত হয়েছে। 

অপরদিকে মধ্য মেঘনায় অবস্থিত মদনপুর ও হাজিপুর ইউয়িনের সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এ দুই ইউনিয়নের দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

-এমএম

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,