For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বেতাগী পৌরসভাসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

Published : Wednesday, 26 May, 2021 at 12:07 PM Count : 247

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনা বেতাগী উপজেলার হোসনাবাদ, বদনীখালী, কালিকাবাড়িসহ নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম মঙ্গলবার রাতে পানিতে তলিয়ে গেছে।  সন্ধ্যার পর থেকে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দমকা বাতাস বইছে। 

বেতাগী পৌর শহরসহ উপজেলার ইউনিয়নগুলো পানিতে তলিয়ে গেছে।  রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।  আতংকে রয়েছে উপকূলীয় জনপদের এ উপজেলার মানুষ। 

উপজেলার ঝোপখালী, মোকামিয়া, বদনীখালী, হোসনাবাদ, কালিকাবাড়ি গ্রামের বিষখালী নদীর তীরবর্তী ছয়টি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এতে ২৩টি গ্রামে পানি হু হু করে প্রবেশ করছে। ওইসব এলাকার মানুষের মনে আতংক বিরাজ করছে।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) পঞ্জিকানুযায়ী মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে বুধবার বিকেল ৫টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে। ইহা বুদ্ধ পূর্নিমা নামে পরিচিত। পূর্ণিমা তিথিতে চাঁদের আর্কষণে পৃথিবীতে পানি বেড়ে যায়। বেতাগী উপজেলার পশ্চিম দিকে বিষখালী নদী এবং পূর্বদিকে পায়রা নদী। মাঝ বরাবরে বেতাগী উপজেলা অবস্থিত।  নেই কোন শহর রক্ষা বাঁধ।
নদী সংলগ্ন এ উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা বেতাগী পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের জন্য ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য কোন টেকসই বাঁধ নেই। দীর্ঘদিন ধরে এ উপকূলীয় জনপদের মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করছে। পৌরসভাসহ আশপাশের কয়েক ইউনিয়নের গ্রামের বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন। 

জানা গেছে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে বেতাগী পৌর শহরকে রক্ষার জন্য ২০০১ সালে বিষখালী নদীতে ব্লক ফেলা হলেও এরপর তেমন কোন কাজ হয়নি। ২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন 'সিডর' ও ২০১১ সালের ২৫ মে আইলায় ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধ স্থায়ী ভাবে রক্ষার জন্য ২০১১ সালে পুনরায় উদ্যোগ নেয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান শুধু ব্লক তৈরি করে বাঁশ, বালি ও বস্তার চট রেখে লাপাত্তা হয়ে যায়। 

গত ২০১৭ সালের ২০ মে বিষখালী নদীর তীব্র ভাঙ্গণ থেকে বেতাগী উপজেলাকে রক্ষা করতে বেতাগী পৌর শহর রক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। টানা ৩ বছর অতিক্রম হলেও প্রকল্পটি এখন কেবল শুধুই কাগজে-কলমে। বাস্তবে কোন কাজ পরিলক্ষিত হয়নি। 

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,