For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৭৫ হাজার স্বেচ্ছাসেবক

Published : Sunday, 23 May, 2021 at 9:52 PM Count : 159

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবোলয় সমগ্র উপকূলজুড়ে সতর্ক অবস্থানে প্রশাসন। 

উপকূলের ১৩টি জেলার ৪১টি উপজেলায় রেড ক্রিসেন্টের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি’র প্রায় ৭৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।

স্বল্পতম সময়ে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরিয়ে আনতে এসব স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে সিপিপি’র দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী সরকারি নির্দেশনার আলোকে দ্রুততম সময়ে উপকূলে ঝড়ের সতর্কতা পৌছে দিতেও প্রস্তত রয়েছে স্বেচ্ছাসেবকগণ। 
গত বছর ২১ মে ঘূর্ণিঝড় ‘আম্পান’ বরিশালসহ দক্ষিণ উপকূলে প্রবল বর্ষণ আর জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হেনেছিল। তার ঠিক ৬ মাসে আগে ২০১৯ সালের নভেম্বর আরেক ঘূর্ণিঝড় বুলবুলও একইভাবে দক্ষিণাঞ্চলে আঘাত হানে। 

এদিকে বরিশালসহ দক্ষিণ উপকূলের সবগুলো জেলা প্রশাসন ইতোমধ্যে যেকোন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে। বিদ্যুৎ, টেলিফোনসহ অত্যাবশ্যকীয় সেবাখাতগুলো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে প্রশাসন থেকে।

অবহাওয়া বিভাগের দুপুরের বুলেটিনে নিম্নচাপটি রোববার দুপুর ১২টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থানের কথা জানিয়ে ‘১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত’ বহাল রাখতে বলা হলেও বরিশালসহ দেশের কোন অভ্যন্তরীণ নদী বন্দরকে সংকেতের আওতায় আনা হয়নি। করোনা সংকটের কারণে যেহেতু দেশের সব অভ্যন্তরীণ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে, তাই বিআইডব্লিউটিএ সম্ভাব্য দুর্যোগ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হলেও যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানান হয়েছে। 

তবে পায়রা বন্দর কতৃপক্ষ ইতোমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে। বন্দরর সবগুলো নৌযান সঠিক অবস্থানে বার্থিং করাসহ এ্যংকরেজেরও রোডম্যপ প্রস্তুত করে সে লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

-আইএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,