For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

Published : Sunday, 23 May, 2021 at 3:40 PM Count : 257

রাজধানীমোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং পাটালী গ্রুপ ও অ্যালেক্স ইমন গ্রুপের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাব।

রোববার এ তথ্য জানান র‍্যাব-২ এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন। 

এর আগে শনিবার দিবাগত রাত পৌণে ৮টা থেকে রাত সোয়া ১০টার দিকে পর্যন্ত বেড়িবাঁধ রোডস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ২ নং গেটের সামনে ও বেড়িবাঁধ রোডস্থ আজিজ খান রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল (২২), মো. আলী হোসেন (১৯), মো. চাঁন মিয়া (১৯), মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ (১৬), মো. রনি খান (১৪), মো. আরিফ হোসেন ওরফে রিফাত (১৪), মো. আবির (১৩), মো. রনি (১৬), মো. সাগর (১৫), মো. রায়হান (১৬) ও মো. রবিউল ইসলাম (১৫)।
এদের মধ্যে মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল, মো. আলী হোসেন ও মো. চাঁন মিয়া পাটালী গ্রুপের।  বাকিরা অ্যালেক্স ইমন গ্রুপের সদস্য।

এ সময় তাদের নিকট থেকে তিনটি লম্বা ছুরি, দুটি চাকু, দুটি লোহার তৈরি ছুরি, চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়। 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত এই কিশোর অপরাধীরা বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও একাকী পথচারীদের আকস্মিক ভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ, সঙ্গে বহন করা দ্রব্য সামগ্রীর ব্যাগ প্রভৃতি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

তিনি বলেন, আটককৃত কিশোর অপরাধীরা স্বীকার করে যে, ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশী শক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে তারা জড়িত রয়েছে। 

এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে।  এছাড়া, নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাং এর সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও প্রায়শই জড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,