For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

Published : Friday, 21 May, 2021 at 10:36 PM Count : 304

বান্দরবান জেলার লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)।

পুলিশ ও নুর মোহাম্মদের ছোট ভাই আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট মেয়ে নুরির লাশ এবং বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে ছিল৷
আব্দুল খালেক বলেন, সারাদিন কোনো সাড়া-শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় বিকেলে পাড়ার লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়। পরে সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালায় দিয়ে উঁকি দিলে নুর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানকে দেখা যায়। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করেন। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করেন।

আবদুল খালেক আরো জানান, তার ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার তার বড় মেয়ে ও মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। তারা সেখান থেকে ফেরেননি। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বশির আহম্মদ জানিয়েছেন মা-মেয়ে তিনজনের লাশ বাড়ি থেকে পাওয়া গেছে। তবে কে, কখন ও কেন তাঁদের হত্যা করেছে জানা যাচ্ছে না।

পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন চম্পাতলিপাড়ায় প্রবাসীর বাড়িতে লাশ উদ্ধারের কাজ এখনো চলছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,