For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর সাফল্য

Published : Wednesday, 19 May, 2021 at 3:57 PM Count : 116

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) লেঙ্গা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ থেকে রক্ষা করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর রেপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪)।

গত রোববার (১৬ মে) আনুমানিক বিকেল ৪টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে সফল অভিযান পরিচালনা করে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ এর  শান্তিরক্ষী টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহল দলের উপর প্রবল গুলিবর্ষণ শুরু করে। 
প্রত্যুত্তরে ব্যানআরডিবি-৪ এর টহল দল মিলিশিয়া বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে। 

বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগে বাধ্য হয়। এ সময় শান্তিরক্ষী বাহিনী স্থানীয় একজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে মাইনর সার্জারী শেষে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

পরে মিলিশিয়া বাহিনীর গুলিতে নিহত স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

ব্যানআরডিবি-৪ ডিআর কঙ্গোতে টহল পরিচালনাকারী বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,