For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এবার মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

Published : Wednesday, 19 May, 2021 at 2:05 PM Count : 479

কিছুদিন আগে এফএ কাপের শিরোপা জেতার পর মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আলোচনায় এসেছিলেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। এবার একই পথে হাঁটলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার পল পগবাও।

মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাটিতে রেড ডেভিলদের এটাই মৌসুমের শেষ ম্যাচ। করোনা মহামারির কারণে এতদিন মাঠে দর্শক ঢুকতে না পারলেও এই ম্যাচে হাজার দশেক দর্শক উপস্থিত ছিলেন।  

দর্শক উপস্থিতিতে ম্যাচ শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন ইউনাইটেডের খেলোয়াড়রা। আর ওই সময় ক্লাব সতীর্থদের সঙ্গে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায় পগবাকে। 

তবে এ কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার।
কয়েক সপ্তাহজুড়ে চলা ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনিদের প্রতি বিশ্বজুড়ে সমর্থন ক্রমেই বাড়ছে। কিছুদিন আগে হাজারো মানুষ বিশাল মিছিল নিয়ে ম্যানচেস্টার সিটি সেন্টারে জড়ো হয়ে ‘ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। 

এর আগে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন মেসুত ওজিল, মোহামেদ সালাহ, হামজা চৌধুরী, মুনির এল-হাদ্দাদীসহ আরও অনেক ফুটবলার। ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের মুশফিকুর রহমান ও সাব্বির রহমানও ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিয়েছেন।  

কয়েক সপ্তাহ ধরে ইহুদীদের জন্য নতুন বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে। উত্তেজনার মধ্যে গত জুমাতুল বিদার দিন আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলের পুলিশ। শব-ই-কদরের রাতেও ইসরায়েলের পুলিশ তাণ্ডব চালায়। প্রতিদিনই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। আলজাজিরা ও এপির গাজা অফিসও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,