For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বজ্রপাতে ৬ জেলায় ১৯ জনের মৃত্যু

Published : Tuesday, 18 May, 2021 at 9:19 PM Count : 148

বজ্রপাতে ছয় জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে নেত্রকোনায় নয়জন, ফরিদপুরে চারজন, মানিকগঞ্জে দুজন, কিশোরগঞ্জে দুজন, সুনামগঞ্জ ও ময়মনসিংহে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এ হতাহতের ঘটনা ঘটে।  

নেত্রকোনা: নেত্রকোনার চার উপজেলায় হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন, মদনে দুজন, খালিয়াজুরীতে চারজন কৃষক ও পূর্বধলায় এক শিশু রয়েছে।

এছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯), পূর্বধলার দলামূলগাঁও ইউনিয়নের টাকলি গ্রামের ইছাক মিয়ার ছেলে জুনাইদ (৮) ও বাজিতপুর উপজেলার সুতারপাড়া দীঘিরপাড় গ্রামের শিশু মিয়ার ছেলে নৌ শ্রমিক বাছন মিয়া (২২)।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিকলী ও বাজিতপুর উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নিকলীর গুরুই ইউনিয়নের বিয়াতিরচর গ্রামের আরিফুল ইসলাম (১৭) ও বাজিতপুরের (৬০)।

স্থানীয়রা জানান, বিকালে বিয়াতিরচর হাওর থেকে গরু আনতে যায় আরিফুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আরিফুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, বিকেলে বাজিতপুরের দিঘীরপাড়ে বজ্রপাতে শিশু সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফরিদপুর: বজ্রপাতে ফরিদপুরে নারীসহ চারজন নিহত হয়েছেন। বিকেলে ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামে, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামের আনোয়ারা বেগম (৪৫), একই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের গোপাল মোল্লার ছেলে কবির মোল্লা (৪৮), জেলা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) ও জেলার মধুখালী উপজেলার চাঁদপুর এলাকার কবির শেখ (৪০)।

মানিকগঞ্জ: বজ্রাঘাতে মানিকগঞ্জে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদর উপজেলার পৌলি এলাকা ও গিলন্ড গ্রামে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।  

নিহত দু’জন হলেন- পৌলি এলাকার আজমত আলী (৫০) ও গিলন্ড গ্রামের আসিফ (১৬)। এদের মধ্যে আজমতের বাড়ি জেলার ঘিওর উপজেলায়।

পৌর সভার স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কবীর হোসেন বলেন, নিহত আজমত আলী পৌলি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করছিলেন। বিকেল ক্ষেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

অন্যদিকে, গিলন্ড গ্রামের আসিফ ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আসিফের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৩৫) নামে এক যুবক নিহত। বিকেলে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, বিকেলে বাজার করার জন্য দোয়ারাবাজার সদরে আসেন তাহের। এ সময় হঠাৎ ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হলে দৌড়ে তিনি পাশেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতর আশ্রয় নিতে গেলে পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে আতিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। দুপুর ২টায় উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামে খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামের আজমত আলীর ছেলে।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,