For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

টেঁটাযুদ্ধে কিশোরের পর এবার যুবকের মৃত্যু

Published : Tuesday, 18 May, 2021 at 8:23 PM Count : 231

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসা বিরোধে মঙ্গলবার ভোরে উপজেলার পাড়াতলীতে শহিদ মিয়া (২৮) নামে টেঁটাবিদ্ধ অবস্থায় আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শহিদ মিয়া কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার (১৭ মে) সন্ধ্যায় একই ঘটনাকে কেন্দ্র করে ইয়াছিন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

সোমবার উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরাঞ্চলের কাচারিকান্দী গ্রামের মনার বাড়ি (শাহ আলম মেম্বার বর্তমান)  ও ফাজিলা বাড়ির ( সাবেক ফজলু মেম্বার) মধ্যে বিবাদ চলে আসছিল। এরমধ্যে গত কয়েকদির ধরেই বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কাথা কাটাকাটি চলছিল। সর্বশেষ সোমবার বিকেলে কথা কাটাকটির একপর্যায়ে দুদলের সমর্থকরা দলবলসহ টেঁটা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। এই ঘটনায় গতকাল গুলিবিদ্ধ অবস্থায় ইয়াছিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর দফায় দফায় সারারাত সংঘর্ষ চলে। পরদিন মঙ্গলবার (১৮ মে) ভোররাতে টেঁটার আঘাতে শহিদ মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।
 
সিরাজ মিয়া নামে ফজলু মেম্বারের দলের একজন বলেন, দীর্ঘদিনের বিবাদ চলছিল গ্রামে। গতকাল থেকেই মারামারি। গতকাল সন্ধ্যায় গুলি লেগে এক কিশোর মারা যায় এবং আজ মঙ্গলবার সকালে টেঁটার আঘাতে শহিদ মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, একই গ্রামের নূর মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমানের ছেলে নওয়াব মিয়া । তাদের উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় আরেকজনকে নবীনগরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সকলেই ফাজিলা বাড়ি অর্থ্যাৎ ফজলু মেম্বারের দলের বলে জানান তিনি।
 
রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, দেশীয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকলে শাহ আলম মেম্বারের দলের লোকজন। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

টিকে/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,