For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পরকীয়ার দায়ে মাদ্রাসা সুপারকে গণধোলাই

Published : Tuesday, 18 May, 2021 at 5:55 PM Count : 222

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পরকীয়ার দায়ে বদরপুর দাখিল মাদ্রাসার সুপার সাকোয়াত হোসাইনকে (৪৩) গণধোলাই দেয়ার ঘটনা ঘটেছে।

গত রবিবার (১৬ মে) পরকীয়া করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়। এসময় গ্রামবাসী তাকে গাছের সাথে বেঁধে মার-পিট করে মাথার চুল ন্যাড়া করে দেন। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোদ্দার এবং অবসর প্রাপ্ত সেনা সদস্য আঃ রশিদের জিম্বায় তাকে ছেঁড়ে দেয়া হয়।

স্থানীয় কয়েকজন যুবক জানান, চর সাজাই মাষ্টার পাড়া গ্রামের হাকিম ব্যাপারীর মেয়ে, একই এলাকার বেলাল হোসেনের স্ত্রী এক ছেলে সন্তানের জননী বদরপুর দাখিল মাদ্রাসার সাবেক ছাত্রীর (২৫) বাড়ীতে মাঝে মধ্যেই যাওয়া-আসা ছিল ওই সুপারের। স্বামীর অনুপস্থিত থাকায় ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে ঐ মেয়ের ঘরে মানুষের আনা-গোনা শুনে কয়েকজন যুবক তাকে ডেকে বের করে। পরে যুবকেরা ঘরে ওই সুপারকে হাতে-নাতে ধরে ফেলে। 

তারা আরও জানায়, কুড়িগ্রাম থেকে ফেরার পথে রাত আনুমানিক ১০টার দিকে ওই সুপার তার (সাবেক ছাত্রী) ঘরে প্রবেশ করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বদরপুর দাখিল মাদ্রসার একজন শিক্ষক জানান, ‘আমাদের মাদ্রসার সহকারী শিক্ষক সামছুল হকের সাথে ওই মহিলার অনৈতিক সম্পর্ক ছিল। সামছুল হক ও ছাত্রী (মহিলা) অনৈতিক সম্পর্কের একটি ভিডিও ছিল সামছুল হকের মেমোরীর মধ্যে। যা বিচারের বৈঠকে ভিডিও নষ্ট করার কথা বলে সুপার নিয়েছিল। ওই অনৈতিক ভিডিওকে পুঁজি করে সুপার দিনার সাথে সম্পর্ক গড়ে কয়েকমাস যাবৎ যাতাযাত করতো তার বাড়ীতে।’
 
দিনা আক্তারের ভাই জাহিদুল ইসলামের নিকট এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমগোরে পুরাতন চেয়ারম্যান বিচারের কথা কইয়া তাকে ছাইরা দিছে। এহন বিচারে কি হবো জানি না।’

এ সম্পর্কে অভিযুক্ত মাদ্রাসা সুপার সাকোয়াত হোসাইনের নিকট জানতে চাইলে তিনি জানান, “তালাক নামার কাজে ডেকে নিয়ে আমাকে ফাঁসানো হয়েছে।” 

বিষয়টি নিয়ে কথা হয় অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্বাস আলীর সাথে। তিনি সাংবাদিককে জানান, “ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পাইলে, ব্যবস্থা নেয়া হবে।” 

এ বিষয়ে কোদালকাটি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোদ্দার জানান, “খবর পেয়ে আমি এবং রশিদ আর্মি ঘটনাস্থলে গিয়ে দেখি গ্রামবাসী সাকোয়াত সুপারকে গাছের সাথে বেঁধে রেখেছে। তাকে মার-পিট করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে তার সাথে থাকা একটি মোবাইল সেট, একটি ব্যাগ, ব্যাগে থাকা কাগজপত্র, পাজামা ও জুতা আমাদের জিম্বায় রেখে পরবর্তীতে সুষ্ঠু সুরাহা করার আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেই।”

এসআই/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,