For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অর্ধ যুগেও নির্মাণ হলো না সেতুটি

Published : Monday, 17 May, 2021 at 12:27 PM Count : 143

বরগুনাবেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ভোলানাথপুর গ্রামের বুলুর খাল নামক লোহার সেতুটি সাত বছরেও নির্মাণ না করায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী।

জানা যায়, বেতাগী সদর ইউনিয়নের এলজিইডির অর্থায়নে ২০১৫-২০১৬ অর্থবছরের ৩৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপত্র সেতুর প্রাক্কলন অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর কিছুদিন পর প্রয়োজনীয় অর্থ না থাকায় সেতুর কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। এরপর ওই সেতু নির্মাণে কোন অর্থ বরাদ্দ হয়নি। এভাবে চলে গেছে সাত বছর। 

সেতুর উপরিভাগে সুপারি গাছ ফেলে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাফেরা করছে।  সেতুর লোহার এঙ্গেলগুলো মরিচা পড়ে গেছে। কিসমত ভোলানাথপুর, লক্ষ্মীপুরা ও ভোলানাথপুর গ্রামের পাঁচ হাজার মানুষ এভাবেই চলাচল করে। 

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, 'সেতু নির্মাণ না হওয়ায় সংশ্লিষ্ট জনসাধারণ চরম দুর্ভোগে রয়েছেন।'
ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, 'প্রকল্পে অন্তর্ভুক্ত সেতুটি শিগগিরই নির্মাণ করার হবে'। 

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, 'সেতুটির নকশা ও শিডিউল এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে নির্মাণ করা হবে'।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,