For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা সম্ভব: রেলমন্ত্রী

Published : Saturday, 15 May, 2021 at 7:23 PM Count : 488

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালনের মাধ্যমেই দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চিকিৎসা বিভাগসহ বিভিন্ন সেক্টরের আন্তরিকভাবে দায়িত্ব পালনের কারণে দেশের কভিড-১৯ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। চলমান লকডাউনে নিম্নআয়ের মানুষকে নানাভাবে আর্থিক সহায়তা করছে সরকার। আমরা সকলেই আন্তরিকভাবে কাজ করলে অবশ্যই আমরা দ্রুত করোনামুক্ত হবো বলে আশা করছি’।

শনিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ হলরুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় শীর্ষক করোনা মনিটরিং কমিটির এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের শুরুর জেলা পঞ্চগড়। এ জেলার তিনপাশ জুড়ে ভারতীয় সীমান্ত। ভারত বাংলাদেশের সীমানায় একটি চতুর্দেশীয় স্থলবন্দরও রয়েছে। নানা কারণে পঞ্চগড় জেলা করোনা ভাইরাসের জন্য একটি ঝুঁকিপুর্ন এলাকা। কিন্তু জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, জনপ্রতিনিধিগসহ স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জেলায় এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে আমরা করোনামুক্ত থাকতে পারবো। করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে একত্রিত হয়ে কাজ করতে তিনি সকলের প্রতি আহব্বান জানান।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, করোনা পরিস্থিতি বিষয়ক পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভূমি মন্ত্রনালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা ও দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন বিশেষ অতিথি ছিলেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, আব্দুল মান্নান, পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃসারবৃন্দ, প্রাণীসম্পদ কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের উপপরিচালকসহ জেলার করোনা ভাইরাস সংক্রামন ও নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,