For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

Published : Saturday, 15 May, 2021 at 6:19 PM Count : 164

ঈদ শেষে অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন। যানবাহনের জন্য মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। এতে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহন চলাচল বাড়ছে।  চলতে দেখা গেছে দূরপাল্লার বাসও। সেই সঙ্গে ঢাকাগামী যাত্রীদের কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে।

শনিবার মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমটাই দেখা গেছে।
সকালের দিকে মহাসড়ক অনেকটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ঢাকা-রাজশাহী মহাসড়ক ও ঢাক-বগুড়া মহাসড়কে দেখা যায় ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, মোটরসাইকেল, আন্তজেলা পরিবহনের সাথে সাথে মহাসড়কে দূরপাল্লার বাসও চলছে।

নিয়ন্ত্রনহীনভাবে চলাচল করতে দেখা যায়, সিএনজিচালিত তিন চাকার অটোরিকশা, অটোভ্যান  নসিমন ও ভটভটি।

হাটিকুমরুল গোলচত্বরে গার্মেন্টস কর্মী দুলাল হোসেন ও আবু হেনা বলেন, অন্য সময়ে এখান থেকে দু’শ টাকা ভাড়ায় যাওয়া গেলেও এখন ভাড়া চাওয়া হচ্ছে ৮শ’টাকা। তাই কম ভাড়ায় ট্রাকে করে যাবো বলে চিন্তা করছি।

বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সুপারভাইজার নাম প্রকাশ না করার শর্তে  বলেন, আসলে দূরপাল্লার বাস চলাচলের কোন অনুমতি আছে কিনা জানা নেই। কি করবো বসে থেকে আর চলে না তাই ঝুঁকি নিয়ে বগুড়া থেকে রওনা হয়েছি। তবে পথে কোথাও বাঁধা পাননি বলে জানান তিনি।

তবে তিনি বলেন, ঢাকার মধ্যে প্রবেশ না করে বাইপাইল পর্যন্ত যাবো। যাত্রী নিয়ে আবার ওখান থেকেই ফিরবো।

দু’একটি দূরপাল্লার বাস চলছে বলে স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী বলেন, শনিবার সকাল থেকে মহাসড়ক প্রায় ফাঁকাই ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচলও বেড়েছে তবে কোন যানজট নেই।

মহাসড়কে তিন চাকার গাড়ির চলাচলের বিষয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি এই  যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার। তবে মহাসড়ক ফাঁকা থাকায় অনেকেই আমাদের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে।  

এবি/এসআর




« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,