For English Version
শনিবার ২৭ এপ্রিল ২০২৪
হোম

ছাত্র ইউনিয়নের বিনামূল্যে ‘শ্রমজীবী ক্যান্টিন’

Published : Thursday, 29 April, 2021 at 10:30 AM Count : 374

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে যখন সরকার ঘোষিত লকডাউন চলছে, ঠিক এমন সময় জীবনের ঝুঁকি নিয়ে জয়পুরহাটের  শ্রমজীবী মানুষগুলোর মুখে একবেলার খাবার তুলে দিতে ছাত্র ইউনিয়নের উদ্যোগে চালু করা হয়েছে বিনামূল্যের ‘শ্রমজীবী ক্যান্টিন’।
 
জয়পুরহাট জেলা শহরের আমতলীর শহীদ কবি মাহতাব উদ্দীন বিদ্যাপীঠে লকডাউন ঘোষণার দ্বিতীয় দিন থেকে  এ ‘শ্রমজীবী ক্যান্টিন’ চালু করেছে বাংলাদেশের  প্রগতিশীল ছাত্র সংগঠন  ছাত্র ইউনিয়ন।

সংগঠনের নেতাকর্মীরা বাজার করা থেকে শুরু করে রান্নার কাজ শেষে ‘শ্রমজীবী ক্যান্টিন’ থেকে হতদরিদ্র শ্রমজীবী মানুষগুলোর হাতে পৌঁছে দিচ্ছে রান্না করা খাবার। লকডাউনে শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়ায় তাদের আয় রোজগার কমে যায়। ফলে  প্রতিদিনের খরচ জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ঠিক এমন সময় বিপাকে পড়া হতদরিদ্র শ্রমজীবী মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়পুরহাট জেলা শাখার নেতা কর্মীরা। 

দিনের বেলা রান্নার কাজ শেষ করে সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে  প্রতিদিন ৭০ থেকে ৮০ জন অসহায় কর্মহীন মানেুষের মাঝে ওই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ছাত্র ইউনিয়নের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী। এ কাজে অনেকেই সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন।  

ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন জানান, ‘লকডাউনে সবচেয়ে বেশি সংকটে পড়েছে রিকশাচালক, ভ্যানচালকসহ শ্রমজীবী নিম্ন আয়ের লোকজন। ছাত্র ইউনিয়ন তাদের বিনামূল্যে একবেলা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে। যত দিন এ লকডাউন থাকবে, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে। 
অসহায় শ্রমজীবী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা বলেন, করোনা থেকে বাঁচার জন্য অবশ্যই ‘লকডাউন’ মেনে চলা উচিৎ। তবে পেটে খাবার না থাকলে কেউ লকডাউন মানবে না এইটাই স্বাভাবিক। তাই  লকডাউন ঘোষণার আগে শ্রমজীবী মানুষের খাবার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

-এসআই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft