For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনার টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন

Published : Thursday, 18 March, 2021 at 9:33 PM Count : 209


দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৪৭ লাখ মানুষ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

স্বাস্থ্য অধিপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ সাত হাজার ৪৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৯৭০ জন এবং নারী ৪৮ হাজার ৪৬৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন মানুষ। এরমধ্যে পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ এবং নারী ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮৯৭ জনের।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬০ লাখ সাত হাজার ১০৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোট টিকা নেয়া ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৪ লাখ ৭৬ হাজার ৬৪২ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৭৭ জন, চট্টগ্রাম বিভাগে নয় লাখ ৫৯ হাজার ৮৪০ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ১৫ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে চার লাখ ৫৭ হাজার ৬৮১ জন, খুলনা বিভাগে ছয় লাখ ১৪ হাজার ৮৬০ জন, বরিশাল বিভাগে দুই লাখ সাত হাজার ৮৫৫ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৮ হাজার ৬৮৯ জন।

বৃহস্পতিবার ছিল সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩৩তম দিন। গতকাল সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল টিকাদান কর্মসূচি। এর আগের দিন মঙ্গলবার ৯৪ হাজারের কিছু বেশি মানুষ টিকা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,