For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঈশ্বরদীতে এমপি পুত্রের সংবাদ সম্মেলন

Published : Thursday, 11 February, 2021 at 9:52 PM Count : 184

নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে লোহা, রড ও স্ক্র্যাব স্থানান্তর নিয়ে পাবনার ঈশ্বরদীতে সাংসদ পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগের প্রতিবাদে মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরে ‘সচেতন জনতা’র ব্যানারে প্রথমে মিছিল ও পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ছেলে তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস এই সংবাদ সম্মেলনে তাঁর স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন।

এ সময় লিখিত অভিযোগে তিনি বলেন, রূপপুর প্রকল্পে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত কেপিআই-১ ভুক্ত প্রতিষ্ঠান থেকে কীভাবে ৫ ট্রাক লোহা চুরির ঘটনা ঘটে? এসব মিথ্যে ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মহল নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। এমনকি তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে তাঁর ব্যবসায়ী প্রতিপক্ষ। তিনি এসব ঘটনার সুষ্টু তদন্ত দাবি ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

বুধবার রাত শহরের একটি রেস্তোরায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, সদ্য বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, দাশুড়িয়ার ইউপি চেয়ারেম্যান বকুল সরদার, ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, শ্রমিক লীগ নেতা জাহিদ হোসেন, যুবলীগ নেতা মোশাররফ হোসেন নয়ন, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুঝ, মিজানুর রহমান মিজান, বিশাল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন
এর আগে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও তাঁর ছেলে 'তীহা বিশ্বাস এন্ড কোম্পানির' স্বত্বাধিকারী দোলন বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় শহরে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলকারীরা অভিযোগ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা প্রকল্পের অভ্যন্তরে আবর্জনা পরিস্কার ও সরিয়ে ফেলার সময় আবর্জনার মধ্যে লুকিয়ে প্রায়শই স্ক্র্যাব পাচার করছে। এসব ঘটনা ফাঁস হাওয়ায় তিনি তাঁর ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী দোলন বিশ্বাসের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। এমনকি ঈশ্বরদী থানায় দোলন বিশ্বাসের বিরুদ্ধে হয়রানীমূলক অভিযোগ দিয়েছেন।

এদিকে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসের সংগে এ বিষয় জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। 

সংবাদ সম্মেলনে উত্থাপিত সোহেল রানার বিরুদ্ধে করা অভিযোগের কথা অস্বীকার করে তিনি  বলেন, আমি থানায় দোলন বিশ্বাসে বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। তবে এখনও মামলা রেকর্ড হয়নি।

ঈশ্বরদী থানার ওসি মো: আসাদুজ্জামান জানান, তিনি থানায় বদলী হয়ে আসার আগেই এজাহারটি জমা হয়েছে। ওই এজাহারে অনেক ক্রুটি আছে। এসব সংশোধনের জন্য তিনি বাদীকে বলেছেন। কিন্তু এখনো ক্রুটি সংশোধন করেনি। 

এমএইচ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,