For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লক্ষ্মীপুরে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যন্ত

Published : Monday, 1 February, 2021 at 9:24 PM Count : 147

উত্তরের বরফ মাখা ঠান্ডা বাতাসে লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রচন্ড ঠান্ডার ফলে যাত্রীরা রিকশায় পর্যন্ত ওঠছেনা বলে রিকশাচালকরা জানান।  দিনের শেষের দিকে পশ্চিম আকাশে সূর্য্য উঁকি মারা মারলেও তীব্র ঠান্ডার কবলে গরমের উত্তাপ পাওয়া যায়নি। 

নিম্ন আয়ের মানুষগুলো রাস্তার পাশে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঠান্ডায় কাবু হয়ে সন্ধ্যার পর পরে বহু দোকানি ও ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা যায়। পানিতে হাত দিলে মনে হয় যেন বরফ মিলের হাউসে হাত দেয়া হয়েছে। প্রচন্ড ঠান্ডার সাথে সাথে রয়েছে ঘন কুয়াশা। 

অপরদিকে প্রচন্ড ঠান্ডায় শিশুদের মাঝে নিয়োমনিয়া ও রোটা ভাইরাস জনিত ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার জানান। এদিন সোমবার ৫০ শয্যার জনবল নিয়ে পরিচালিত ১০০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ২৫৭ জন রোগী। শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রয়েছে নিয়োমনিয়া বিভিন্ন শতাধিক শিশু রোগী। 

এমইউ/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,