For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভালুকায় পুনরায় নির্বাচনের দাবিতে কাউন্সিলর প্রার্থীদের সড়ক অবরোধ

Published : Monday, 1 February, 2021 at 5:25 PM Count : 318

অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ভালুকা পৌরসভার সাধারণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। 

সোমবার দুপুরে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে কয়েক’শ নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কটি প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। 

১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী (আনারস প্রতীক) গোলাপী আক্তার বলেন, নির্বাচনে ভোট কারচুপিসহ ব্যাপক অনিয়ম করা হয়েছে। ১ ও ২নং ওয়ার্ডের নির্বাচনের ফলাফল আমি মানিনা। ওই দুই কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী (উটপাখি প্রতীক) মোঃ কামরুজ্জামান শাহজাহান ও (পাঞ্জাবী প্রতীক) মোঃ শামছুজ্জামান সবুজ বলেন, পানির বোতল মার্কায় সিল মেরে বাক্সে ঢুকানো হয়। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে। আমরা এই নির্বাচনের ফলাফল মানিনা। পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি করছি।
এ ব্যাপারে ভালুকা পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বরাবরে পুনরায় নির্বাচন চেয়ে পৃথক পৃথক লিখিত আবেদন করা হয়েছে।

এজেড/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,