For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মিয়ানমারে গণতন্ত্র ও স্থিতিশীলতা প্রত্যাশা করে বাংলাদেশ

Published : Monday, 1 February, 2021 at 3:15 PM Count : 264

বাংলাদেশ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। প্রতিবেশী মিয়ানমারে গণতন্ত্র ও স্থিতিশীলতাও প্রত্যাশা করে বাংলাদেশ।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। প্রতিবেশী মিয়ানমারের গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে বিশ্বাস করে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বাস করে সাম্প্রতিক ঘটনায় রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে কোন বিঘ্ন ঘটবে না। পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে দুই দেশ কাজ করছে তা অব্যাহত থাকবে বলে আশাবাদী বাংলাদেশ। 

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিষয়টি গভীর পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
এদিকে, মিয়ানমার-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার তুমব্রু, ঘুমধুম, চাকঢালা সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,