For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে কাউন্সিলর নিহতের ঘটনায় আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Published : Sunday, 17 January, 2021 at 5:18 PM Count : 183

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান (৪৫) প্রতিপক্ষের ছুরির আঘাতে নিহত হয়েছেন। তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার সাবেক কাউন্সিলর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এই হামলা এবং হত্যাকাণ্ডের জন্য পরাজিত প্রার্থী জন্য শাহাদৎ হোসেন বুদ্ধিন ও তার সমর্থকদের দায়ী করা হচ্ছে।

এদিকে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন মরহুম তরিকুল ইসলাম খানের সমর্থকরা। এই বিক্ষোভ শহরের ভাংগাবাড়ী গ্রাম থেকে শুরু করে বাহিরগোলা রোড, মুজিবসড়ক, বাজার ষ্টেশন চত্তর, এস এস রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ধরনের প্লে-কার্ড ও শ্লোগানের মাধ্যমে শাহাদৎ হোসেন বুদ্ধিনসহ আসামীদের দ্রুত  গ্রেফতার এবং বিচার দাবী জানানো হয়। এসময় শত শত নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ মিছিলে অংশ নেন। 

এছাড়া রোববার সকালে আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন বুদ্ধিনের বাড়িসহ গ্রামবাসির উপর হামলা চালিয়ে প্রায় শতাধিক বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও বাড়ীঘর দোকানে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিস্থিতি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে করেন।

এদিকে এর আগে কাউন্সিলর তরিকুল ইসলাম নিহত হওয়ার খবর শুনে বিক্ষুদ্ধ জনতা সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে অবস্থিত আব্দুস সালামের ৫তলা বাসায় শনিবার রাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির মালিক সালামসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।  অগ্নিদগ্ধে একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এমতাবস্থায়, শনিবার রাত থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে নিহত কাউন্সিলরের পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শাহাদত হোসেন বুদ্ধিনসহ ২০-২৫ জনকে আসামী করে রোববার সন্ধায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬নং ওয়ার্ড নির্বাচনী এলাকা নতুন ভাংগাবাড়ী, শাহেদনগর বেপারী পাড়া, শহীদগঞ্জ, রতনগঞ্জ এবং বাহিরগোলা রোডে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত কাউন্সিলরের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি রোববার বাদ আসর তরিকুল ইসলাম খান’র জন্মস্থান নতুন ভাংগাবাড়ী গ্রামে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে। 

প্রসঙ্গ গত ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে তরিকুল ইসলাম খান ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকে অংশগ্রহনকারী শাহাদৎ হোসেন বুদ্ধিনের থেকে ৮৫ ভোট বেশী পেয়ে  জয়লাভ করেন।আর এই হামলার জন্য শাহাদৎ হোসেন বু্দ্িদন ও তার সমর্থকদের দায়ী করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী রোববার বিকেলে  জানান, তরিকুল ইসলাম খান নিহতের ঘটনায় এখনো কোন মামলা হয়নি তবে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার  দাফন শেষে   রোববার সন্ধায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হবে।

এদিকে রোববার দুপুরে নিহত কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খানের নতুন ভাঙ্গাবাড়ি গ্রামে নিহত পরিবার ও এলাকাবাসির ও ঘটনাস্থল শহিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে রাজশাহী রেঞ্চের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম বলেন,  কাউন্সিলর খুনের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। প্রকৃত দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি তদন্ত পুর্বক হত্যাকারীদের গ্রেফতার করতে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে পুলিশ সুপার হাসিবুল আলম কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,