For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত

Published : Tuesday, 5 January, 2021 at 3:50 PM Count : 277

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৭০ জনে।

এছাড়া নতুন করে করোনা করোনা শনাক্ত হয়েছে আরও ৯৯১ জনের দেহে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দেশে করোনায় ২৪ জন প্রাণ হারান। শনাক্ত হয় ৯১০ জনের দেহে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ৯৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন চার লাখ ৬২ হাজার ৪৫৯ জন। দেশে বর্তমানে ১১৪টি আরটি-পিসিআর, ২৬টি জিন-এক্সপার্ট ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৬২৯টি, পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৬২টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯৯ হাজার ৯৫৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছয় লাখ ৮৬ হাজার ৯২৯টি পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী চার জন। এখন পর্যন্ত পাঁচ হাজার ৮৩১ জন পুরুষ এবং এক হাজার ৮৩৯ জন নারী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক শূন্য তিন শতাংশ আর নারী ২৩ দশমিক ৯৭ শতাংশ।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,