For English Version
শনিবার ৫ অক্টোবর ২০২৪
হোম

ভোলায় ১১ মাসে ৮৬ ধর্ষণ, ১৭ খুন

Published : Monday, 30 November, 2020 at 12:19 PM Count : 77

ভোলার ৭ উপজেলাতে বেড়েই চলছে হত্যা ও ধর্ষণের ঘটনা। গত ১১ মাসে এ পর্যন্ত জেলায় ১৭টি খুন ও ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 

এসব ঘটনার মধ্যে চাঞ্চল্যকর বেশ কয়েকটি হত্যা ও ধর্ষণের ঘটনা রয়েছে। ধর্ষণ হত্যা মামলার ঘটনায় পুলিশ আসামিদের গ্রেফতার ও চার্জশিট দাখিল করেছে। কিছু মামলার তদন্তনাধীনও রয়েছে।

তবে গত বছরের তুলনায় এ বছর হত্যা ও ধর্ষণের ঘটনা তুলনামূলক কম বলে মনে করছে পুলিশ। গত এক বছর জেলায় ১৪৫টি ধর্ষণ ও ৩০টি খুনের ঘটনা ঘটেছিলো।

চলতি বছরে হত্যা ও ধর্ষণ মামলার মধ্যে সবেচেয়ে বেশি ঘটনা ঘটেছে অক্টোবর মাসে। এ মাসে ১২টি ধর্ষণ ও দুটি হত্যার ঘটনা ঘটেছে।
এছাড়া, জানুয়ারী মাসে ১০ ধর্ষণ ও একটি খুন, ফেব্রুয়ারীতে ১০ ধর্ষণ ও এক খুন, মার্চে ৯টি ধর্ষণ ও একটি খুন, এপ্রিলে ৮ ধর্ষণ ও দুই খুন, মে মাসে খুন না হলেও ৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে, জুলাই মাসে ৬টি ধর্ষণ ও ৪টি খুন, অগাস্ট মাসে ৯টি ধর্ষণ ও দুটি খুন, সেপ্টেম্বর মাসে ৭ ধর্ষণ ও দুটি খুন, অক্টোবর মাসে ১২ ধর্ষণ ও দুটি খুন এবং নভেম্বর মাসে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে।

চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে চলতি বছরের ০৯ ফেব্রুয়ারী। ওইদিন রাতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে গণধর্ষণ করেছে প্রেমিকসহ ৫ যুবক। চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী সংলগ্ন নদীতে ট্রলারের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ ধর্ষককে আটক করেছে।

চাঞ্চল্যকর আরেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০ জুন ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। কলেজছাত্র সুমনকে হত্যা করে মাটিতে পুতে রাখে হত্যাকারীরা। পরে পুলিশ দুই দিন পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে। মোবাইল ট্রেকিং করে হত্যাকারীদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সঙ্গে জড়িত মিঠুসহ সকল আসামিদের গ্রেফতার করে পুলিশ।

২১ জুন রাতে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে প্রবীর নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় পুলিশ প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

গত ২৮ সেপ্টেম্বর চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায়। রাতে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা চালায় নাঈম নামের এক ব্যক্তি। এ সময় ওই নারী নাঈমের পুরুষাঙ্গ কেটে দেয়। এ ঘটনায় থানায় শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার বলেন, গত বছরের তুলনায় চলতি বছর হত্যা এবং ধর্ষণের ঘটনা খুব কম কম। তারপরও এ বছরের ১১ মাসে যেসব হত্যা এবং ধর্ষণ হয়েছে তার বেশীর ভাগ ঘটনার তদন্ত করে পুলিশ প্রকৃত আসামিদের গ্রেফতার করেছে। কিছু কিছু খুন ও ধর্ষণের ঘটনার চার্জশিট দাখিল করা হয়েছে। চাঞ্চল্যকর প্রবীর হত্যা মামলায় খুব শীঘ্রই চার্জশিট দেবে পুলিশ।

তিনি আরও বলেন, বোরহানউদ্দিনে কলেজছাত্র সুমন হত্যাকাণ্ডের ঘটনায় সব আসামিদের গ্রেফতার করা হয়েছে। সুমনের পরিবাররের নিকট থেকে টাকা হাতিয়ে নিতে অপহরণ নাটক করতে সুমনকে হত্যা করা হয়। পুলিশের তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।

পুলিশ সুপার বলেন, হত্যার মামলার মধ্যে দু-একটি নবজাতক শিশু রয়েছে। যাদের লাশ উদ্ধার করা হলেও পরিচয় পাওয়া যায়নি। ওইসব মামলায় পুলিশ আসামিদের খুঁজে বের করার চেষ্টা করছে। অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভুমিকা পালন করছে।

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,