নবীনগরে মহিলার গলিত লাশ উদ্ধার
Published : Thursday, 31 December, 2020 at 8:38 PM Count : 240
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন মেরকুটা সড়কপাড়ের উত্তর পাশে মাঠের পুকুর পারের ঝোপঝাড় থেকে হোসনা আক্তার ২৫ নামে এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্প্রতিবার বিকাল ৩টায় নবীনগর থানার ওসি আমিনুর রশিদ মহিলার লাশ উদ্ধার করেন।
জানা যায়, আজ সকালে কাজলিয়া গ্রামের একটি ছোট ছেলে পুকুর পাড়ে পাখি ধরতে এলে লাশ টি দেখতে পেলে স্থানীয় লোকদের কাছে খবর দেয়। পরে পুলিশ কে খবর দেয়।
মেরকুটা গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে হোসনা আক্তার গত ১৬ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। বিকটিমের ভাই খায়রুল ইসলাম তার বোনের লাশ সনাক্ত করেন।
ডিএইচ/এসআর