নোয়াখালীতে নোনেসের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা
Published : Thursday, 31 December, 2020 at 9:38 PM Count : 164
নোয়াখালী নেশা নিরোধ ও সামাজিক উন্নয়ন সংস্থা(নোনেস) এর আয়োজনে বিনোদপুর ইউনিয়নের নলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসার সেবা আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইকবাল হোসেন আরজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বঙ্গবিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর সমাজ সেবা অফিসার মোবারক হোসেন।
এসময় বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান বাবলু, নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সভাপতি মুখছুদুল হক, সা:সম্পাদক ডা:উত্তম মজুমদার, সাংবাদিক এ আর আজাদ সোহেল, ডেইলি অবজারভার প্রতিনিধি মুলতানুর রহমান মান্না, নোনেসের সাংগঠনিক সম্পাদক সাকিব সহ এলাকায় বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। নোয়াখালী অন্ধকল্যাণ সমিতি এ কাজে সহযোগীতা করেন।
এসআর