For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এলজিইডি যশোর

যাশোরে চার বছরে ৯৬৭ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ

Published : Wednesday, 14 October, 2020 at 6:06 PM Count : 74

গত চার বছরে যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬শ’ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৯শ’ ৬৭ দশমিক ৬০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করেছে। একই সাথে তারা ২শ’ কোটি ৮৪ লাখ ২ হাজার টাকা ব্যয়ে ৬শ’৭১ দশমিক ৫০ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ করে। চার বছরে গ্রামীণ এলাকায় ব্রিজ নির্মাণ করেছে ৯শ’ ২৪ দশমিক ১০ মিটার। যেখানে ব্যয় হয়েছে ৯ কোটি ৩৭ লাখ টাকা।

এলজিইডি যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে নতুন সড়ক নির্মাণ হয়েছে ২শ’ ৭৬ কিলোমিটার, পুনঃনির্মাণ হয়েছে ১৩ কিলোমিটার। ২০১৭-১৮ অর্থবছরে নতুন সড়ক নির্মাণ হয়েছে ১শ’ ৯০ কিলোমিটার, পুনঃনির্মাণ হয়েছে ১শ’ ১৬ কিলোমিটার। ২০১৮-১৯ অর্থবছরে নতুন সড়ক হয়েছে ৩শ’ ২৩ দশমিক ৬০ কিলোমিটার, পুনঃনির্মাণ হয়েছে ১শ’ ৬৭ দশমিক ৫০ কিলোমিটার এবং গেল ২০১৯-২০ অর্থবছরে নতুন সড়ক নির্মাণ হয়েছে ১শ’ ৭৮ কিলোমিটার। একই সময়ে পুনঃনির্মাণ হয়েছে ২শ’ ৭৫ কিলোমিটার সড়ক। 

যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীন জেলায় মোট সড়ক রয়েছে ৯ হাজার ২শ’ ৪০ দশমিক ৪ কিলোমিটার। এর মধ্যে ৬ হাজার ২শ’ ৩০ কিলোমিটার রাস্তা কাঁচা। পাকা রাস্তা রয়েছে ২ হাজার ২শ’ ৩১ কিলোমিটার এবং আংশিক পাকা সড়ক রয়েছে ৭শ’ ৭৬ দশমিক ৩ কিলোমিটার। 

জেলার ৮টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সড়ক রয়েছে- মনিরামপুর উপজেলায় ৩শ’ ৫৪ দশমিক ৬ কিলোমিটার সড়ক। আর সবচেয়ে কম রয়েছে কেশবপুরে ১শ’ ৭৫ দশমিক ১১ কিলোমিটার। 
এছাড়া অভয়নগরে সড়ক রয়েছে ১শ’ ৭৭ দশমিক ৪ কিলোমিটার, বাঘারপাড়ায় ২শ’ ৫ দশমিক ৭ কিলোমিটার, চৌগাছায় ২শ’ ১৪ দশমিক ১০ কিলোমিটার, ঝিকরগাছায় ২শ’ ৯৮ দশমিক ৬ কিলোমিটার, সদরে ৩শ’ ১৭ দশমিক ৭ কিলোমিটার এবং শার্শা উপজেলায় সড়ক রয়েছে এক হাজার ১৮২ কিলোমিটার। 

এব্যাপারে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী জানান, আমরা প্রতিবছর দেড়শ কিলোমিটার রাস্তা নতুন করে সংস্কার করছি। যেগুলো আংশিক ভাঙ্গা সেগুলো সংস্কার করা হচ্ছে। বর্তমান সরকার গ্রামীণ রাস্তা সংস্কারে বেশি নজর দিয়েছেন। আমরাও সরকারের উদ্যোগ সফল করার চেষ্টা করছি। চলতি অর্থবছরেও এলজিইডি’র অধীন যশোরের বিভিন্ন কাঁচা সড়ক পুনঃনির্মাণ করা হচ্ছে। 




« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,