For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চিকিৎসা কেন্দ্রে প্রবেশের প্রধান সড়কটির বেহাল দশা

Published : Wednesday, 7 October, 2020 at 3:40 PM Count : 160

ভোলার চরফ্যাশন উপজেলার প্রায় ৫ লাখ জনগণের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা সেবা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে চিকিৎসা নিতে আসা মানুষের প্রবেশের প্রধান সড়কটির বেহাল দশা।

চরফ্যাশন বাজারের সদর রোড শরীফ পাড়া থেকে চরফ্যাশন হাসপাতালের প্রধান গেট পর্যন্ত আনুমানিক আধা কিলোমিটার রাস্তার এতটাই বেহাল দশা যে, চরফ্যাশন উপজেলার ১ লক্ষ ৪৪ হাজার ৪ বর্গ কিলোমিটার আয়োতনের মধ্যে কোথাও এমন রাস্তা খুঁজে পাওযা যাবে না। রোগী ও সাধারণ জনগণ নির্বিঘ্নে এ রাস্তাটুকু অতিক্রম করে হাসপাতালে পৌঁছা এখন অনেক কষ্টের। পুরো সড়কের কার্পেটিং ভেঙ্গে ইট বা পাথরের খোয়া বেরিয়ে বৃষ্টির পানি আর বিরামহীন বিভিন্ন প্রকারের যানবাহন চলাচলে অসংখ্য বড় বড় গর্তে মরণ ফাঁদে রূপ নিয়েছে।

উপজেলার ২০ ইউনিয়ন থেকে হাসপাতালের উদ্দেশ্যে ছুটে আসা রোগী, বিশেষ করে গর্ভবতী নারীদের বহনকৃত যানবাহন এই সড়কে চলাচলের সময় চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রী বহনকারী কোন না কোন পরিবহন।

এছাড়াও দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে সাধারণ জনগণের নিরাপদে চলাচলের ফুটপাতগুলো দখল করে নিয়েছে ঔষধের দোকান বা ডায়াগনস্টিক সেন্টারের স্ট্যান্ড সাইনবোর্ড, চায়ের দোকানে বসার টুল, দোকান মালিকদের মালামালের কার্টুন আর চিকিৎসকদের ভিজিটে আসা অসংখ্য ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভের মোটরসাইকেল।
স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসা স্কুল শিক্ষিকা খাদিজা বেগম জানান, দীর্ঘ দিন ধরে হাসপাতালে প্রবেশের গুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের এমন অনুপযোগী হয়ে আছে তা কর্তৃপক্ষের নজরে না আসার কারণ খুঁজে পাইনা। আমরা আশা করি দ্রুত সময়ে এ সড়কটি রোগী ও সাধারণ মানুষের নিরাপদে চলাচলের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ দৃষ্টি রাখবেন।

চরফ্যাশন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আকবর হাওলাদার জানান, মহামারী করোনার প্রভাবে কাজের অগ্রগতিতে কিছুটা বিঘ্ন ঘটায় এ সকল রাস্তাগুলো সংস্কারের কাজ বিলম্ব হচ্ছে এ সড়কের টেন্ডারের কাজ প্রক্রিয়াধীন আছে। আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ জানান, বিষয়টি আমার নজরে এসেছে প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও স্বল্প সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে জনসাধারণের নিরাপদে চলাচলের ব্যবস্থা করা হবে।

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,