For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বীর বিক্রম আবদুল মান্নানের শাহাদাত বার্ষিকী পালিত

Published : Wednesday, 7 October, 2020 at 3:24 PM Count : 335

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীর বিক্রম খেতাবপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবদুল মান্নানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় তাঁর শাহাদাত বার্ষিকীতে এক স্মরণ সভার আয়োজন করে নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম (নোয়াফ)।

নোয়াফের পক্ষ থেকে চট্টগ্রামের রাউজান থেকে তাঁর মরদেহ নিজ জন্মভূমি নবীনগরে স্থানান্তর করার দাবি জানানো হয়।

সভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার পর তার সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হয়।
জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের দিনে পাকিস্তানি বাহিনীর এক বর্বরোচিত হামলায় নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের সন্তান, অকুতোভয় সৈনিক পুলিশ কনস্টেবল আবদুল মান্নান চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল গ্রামে যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেন। সেখানেই এক গহীন অরণ্যে তাঁকে সমাহিত করা হয়। দেশ স্বাধীনের পর মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতস্বরূপ তাঁকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়।

স্বাধীনতার এতো বছর পরও তাঁর মরদেহ চট্টগ্রামের রাউজান থেকে নিজ জন্মভূমি নবীনগরের নোয়াগ্রামে ফিরিয়ে আনার কোন উদ্যোগ গ্রহণ করেনি কেউ।

এমতাঅবস্থায় বীর বিক্রম আবদুল মান্নানের মরদেহ রাউজান থেকে তাঁর জন্মভূমি নবীনগরে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক, এমএসকে মাহাবুব। তাকে সার্বিক ভাবে সহায়তা করছেন, নোয়াফের সাংস্কৃতিক সম্পাদক, আবৃত্তিশিল্পী প্রদীপ আচার্য ও সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ।

এ বিষয়ে এমএসকে মাহাবুব অবজারভারকে বলেন, 'নতুন প্রজন্মের কাছে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয় তুলে ধরতে বীর বিক্রম আবদুল মান্নানের মরদেহ তাঁর জন্মভূমিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। অনেকটা সফলতার সহিত এগিয়েও গেছি।'

নোয়াফের সভাপতি সফিকুল ইসলাম শফিক বলেন, 'আজ তার শাহাদাত বার্ষিকী এই প্রথম নবীনগরে ঘটা করে পালনের উদ্যোগ আমরা নিয়েছি। স্থানীয় সাংসদ এবাদুল করিমের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় শিগগীরই এই বীর বিক্রমের মরদেহ জন্মভূমিতে ফিরিয়ে আনা হবে।'

অনুষ্ঠানে নোয়াফ ও স্থানীয় মুক্তিযোদ্ধা সাংসদের অনেক সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-ডিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,