For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বৈরী আবহাওয়ায় মাছ শূন্য চরফ্যাশনের সামরাজ মৎস্য কেন্দ্র

Published : Tuesday, 18 August, 2020 at 11:54 AM Count : 453

বৈরী আবহাওয়ার কারণে মাছ শূন্য ভোলার চরফ্যাশনের সামরাজ মৎস্য কেন্দ্র। বেতুয়া, কুকরির মনুরা, চরপাতিলা, ঢালচরের হাওলাদার বাজার, নুরাবাদের বকসী, গাছির খাল, হাজারিগঞ্জের পাচকপাট, আট কপাট, মাইনুদ্দিন, নীলকমলের বাংলা বাজারঘাট, চরকলমির বাবুর হাট মাছ ঘাটসহ ১৪ ঘাটে ফিরেছে দেশের বিভিন্ন জেলার প্রায় ২ হাজারের অধিক মাছ ধরার ট্রলার।

জেলেরা বলছেন, হঠাৎ সাগর উত্তাল ও বাতাস বেড়ে যাওয়ায় সাগরে মাছ শিকার না করে ঘাটে ফিরতে বাধ্য হয়েছেন। আর চরফ্যাশন উপজেলার ১৪টি ঘাট থেকে জেলেরা প্রতিদিন মাছ বিক্রির জন্য নিয়ে আসতেন সামরাজ মৎস্য কেন্দ্রে। এখন সামরাজ মৎস্য কেন্দ্র মাছ শূন্য হওয়ায় বেকার হয়ে পড়েছেন মৎস্য ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা। 

এই ঘাট প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ উঠা-নামায় সরগরম থাকে। কিন্তু গত ৫/৭ দিন ধরে সেই ঘাটে নোঙর করা আছে শত শত মাছ ধরার ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে কেউ ৫ দিন আবার কেউ ৭ দিন ট্রলারে বসে বেকার সময় পার করছেন।

এফবি মায়ের দোয়া ট্রলারের হানিফ মাঝি বলেন, আমরা হাতিয়া এলাকার মানুষ। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার না করে সামরাজ ঘাটে চলে এসেছি গত ৭ দিন হলো। এখন এখানে ট্রলারের ওপর বসে আছি। যখন আবহাওয়া ভালো হবে তখন আবারও সাগরে মাছ শিকারে যাব। 
নোয়াখালীর এফবি আল্লাহ’র দান ট্রলারের জেলে নুর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ৮-১০ দিন হলো সামরাজ ঘাটে ট্রলার নোঙর করা আছে। সাগরের অবস্থা খুবই খারাপ। ঢেউ বেশি ও বাতাসের গতিবেগ অনেক বেশি। মাছ শিকার করা যাচ্ছিল না, তাই ঘাটে চলে এসেছি।

সামরাজ ঘাটের যে মাঠে মাছ রাখার পল্টুন। যেখানে বরফ ভাঙার শব্দ আর মৎস্য ব্যবসায়ীদের মাছ বেচাকেনায় জমজমাট থাকত। কিন্তু এখন নেই কোন বরফ ভাঙার শব্দ। মাছ শূন্য মৎস্য ঘাট। খালি মাছ রাখার বক্সের ওপর বসে আছেন মৎস্য ব্যবসায়ীরা। আর মোবাইলে লুডু খেলে সময় কাটাচ্ছেন মৎস্য শ্রমিকরা।

মৎস্য শ্রমিক হান্নান বলেন, বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে নোঙর করা আছে। যার কারণে মাছ নেই; আমাদেরও কোন কাজ নেই। এখন বেকার বসে আছি। 

মৎস্য ব্যবসায়ী চরমাদ্রাজের আজিজ মেম্বার বলেন, ৬৫ দিন বন্ধের পর জেলেরা যখন সাগরে গিয়েছিল তখন প্রচুর মাছ এসেছিল ঘাটে। কিন্তু এখন সতর্ক সংকেতের কারণে ট্রলারগুলো ঘাটে চলে এসেছে। তাই ব্যবসা বন্ধ। এখন কষ্টের মধ্যে রয়েছি। 

সামরাজ মাছ ঘাটের সভাপতি মো. সেলিম দালাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত ৫ দিন ধরে বেতুয়া, কুকরির মনুরা, চরপাতিলা, ঢালচরের হাওলাদার বাজার, নুরাবাদের বকসী, গাছির খাল, হাজারিগঞ্জের পাচকপাট, মাইনুদ্দিন, নীলকমলের বাংলা বাজারঘাট, চরকলমির বাবুর হাট মাছ ঘাট ও সামরাজ মাছ ঘাটে প্রায় দুই হাজার নৌযানসহ বিভিন্ন জেলার মাছ ধরার ট্রলার নিরাপদে অবস্থান করছে। যার কারণে সামরাজ মৎস্য কেন্দ্র একদম মাছ শূন্য। আশা করছি, আগামী ৪-৫ দিনের মধ্যে বৈরী আবহাওয়া কেটে যাবে এবং পুনরায় সাগরে শিকারে যাবে জেলেরা। তখন আবারও মাছ বেচাকেনায় জমজমাট হয়ে উঠবে সামরাজ মৎস্য কেন্দ্র।

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,