For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনা যুদ্ধে জয়লাভ করে বাড়ি ফিরল ৭ বছরের শিশু

Published : Saturday, 16 May, 2020 at 12:47 PM Count : 177

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ৭ বছরের শিশুটি অবশেষে করোনা যুদ্ধ জয়লাভ করে সুস্থ হয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে গেল। শিশুটি বাড়ি ফেরায় পরিবারের লোকজন সহ প্রতিবেশীরাও আনন্দিত।

সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, করোনা আক্রান্ত শিশুটি দরিদ্র পিতা-মাতার ও ভাই বোনের সঙ্গে নারায়নগঞ্জ থাকতো। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হলে লুকোচুরি করে লকডাউন ভেঙ্গে সকলেই জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হেলকুন্ডা গুচ্ছগ্রামে চলে আসে। ২৮ এপ্রিল স্থানিয় স্বাস্থ্য বিভাগের লোকজন খবর পেয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। একদিন পরে খবর আসে পরিবারের সকল সদস্যের রিপোর্ট নেগেটিভ হলেও শিশুটির পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে ছেলের চিন্তায় যেন আকাশ ভেঙ্গে পড়ে পরিবারটির উপরে। তখন দিশেহারা পরিবারের সদস্য ও স্বজনদের সহযোগিতায় এগিয়ে আসে ইউএনও’র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায়, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম শিশুটির পরিবারে গিয়ে বুঝিয়ে আইসোলেশনে রাখতে রাজি করানো হয়।  

গোপিনাথপুরের হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউিটের আইসোলেশনে শিশুটিকে নেয়া হলেও মনোবল ঠিক রাখার জন্য পাশে আলাদা কক্ষে রাখা হয় বাবাকে। সেখানে খেলাধুলার মধ্যে রেখে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে সুস্থ হয়ে ওঠে শিশুটি। শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বজন সহ প্রতিবেশীরাও আনন্দিত। এ ছাড়াও আরো তিন জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়। এ নিয়ে জেলায় করোনা মুক্ত হলো ২৯ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয় ৮৬ জনের শরীরে।

অপরদিকে, শুক্রবার রাত সাড়ে ৮ টায় ঢাকা আইইডিসিআর থেকে ১০১ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। যা সব গুলো নেগেটিভ বলে জানান, সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।   
এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,