ছাগলের পেটে জন্ম নিলো মানুষ সদৃশ্য বাছুর |
![]() শনিবার সকাল ৮টায় সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বার ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আব্দুল হামিদ ওরফে নব্বই বাচ্চুর বাড়ীতে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, মানুষের মত দেখতে বাছুরটির ছোট ছোট দুটি পা, মুখ মণ্ডল গোলাকার এবং মানুষের জিহবার মত জিব্বা রয়েছে। সাধারন ছাগলের মত নয় এমন আকৃতির যা একজন মানুষের সাথে অনেকাংশেই মিলে যায়। এলাকাবাসী জানান, তারা সকাল ৮টায় মানুষের মুখে শুনেছেন, ছাগলের পেটে মানুষের মত দেখতে একটি বাছুর হয়েছে। পরে তারা দেখতে যান এবং সরাসরি দেখে ভয় পেয়ে যান। মুহুর্তেই খবর ছড়িয়ে পড়লে ঐ বাড়ীতে মানুষের ভিড় জমে যায়। ছাগলটির মালিক বাচ্চু মিয়া বলেন, সকাল ৮ টায় তার গাভী ছাগিটি দুটো বাচ্চা প্রসব করে। একটি হুবহু ছাগল আরেকটি দেখতে অনেকটা মানুষের মত। তবে প্রকৃত ছাগলের বাছুরটি বেঁচে থাকলেও মানুষের মত দেখতে বাছুরটি জন্মের ১ ঘন্টা পর মারা যায়। সুবর্ণচর উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার গৌতম বলেন, এটি জ্বিনগত সমস্যা। যে কোন প্রাণীর জ্বীনগত সমস্যা থাকলে এমন সদৃশ্য জন্ম নেয়াটা স্বাভাবিক। আইইউএস/এসআর |