মানিকগঞ্জে নিজ বাড়িতে পর্যবেক্ষণে ২২৬ প্রবাসী |
![]() তবে এদের মধ্যে ২১ জনকে নিজ বাড়ি থেকে পর্যবেক্ষণমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। শনিবার নিজ বাড়িতে পর্যবেক্ষণের এ সংখ্যা ছিল ২২১ জন। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, বিদেশ থেকে আসার পর ২১ জনের শরীরে কোন ধরনের উপসর্গ না দেখা দেওয়ায় তাদেরকে পর্যবেক্ষণের বাইরে রাখা হয়েছে। সিভিল সার্জন সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। বিদেশ ফেরত প্রত্যেকেই যেন নিজ নিজ দায়িত্বে নিজ গৃহে অবস্থান করেন। কোন ধরনের উপসর্গ দেখা দিলে যেন তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালে ৫ নারীসহ মোট ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট। -এএএল/এমএ |