For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নড়াইলে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

Published : Sunday, 30 December, 2018 at 11:29 AM Count : 325

নড়াইলের ১ ও ২ আসনের একাদশ সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। রবিবার ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। সুষ্ঠু-সুন্দর ভাবে ভোটগ্রহণ চলছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। এখন পর্যন্ত কোথায় কোন গোলযোগের সংবাদ পাওয়া যায় নাই।

কালিয়া উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ও নড়াইল সদর উপজেলার দক্ষিন পূর্ব পাশের ৫টি ইউনিয়ন নিয়ে ৯৩ নড়াইল-১ আসন। এ আসনে মোট ভোটার ২,৩৮,১৭৪, এর মধ্যে পুরুষ ভোটার ১,১৮,৯৮১ জন ও নারী ভোটার ১,১৯,১৯৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০২টি। 

নড়াইল-১ আসনে প্রার্থী হিসেবে আছেন-আওয়ামী লীগের প্রার্র্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক। 

নড়াইল সদর উপজেলার পৌরসভা, আটটি উইনিয়ন ও লোহাগড়া উপজেলার পৌরসভা ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল -২ আসন। এ আসনে মোট ভোটার ৩১৭৮৪৪, এর মধ্যে পুরুষ ভোটার ১৫৭১৩৮ জন ও নারী ভোটার ১৬০৭০৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪০ টি। 
নড়াইল-২ আসনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি এড. ফায়েকুজ্জামান ফিরোজ, যিনি ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে মাশরাফিকে সমর্থন দিয়েছেন। 

এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান এবং ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনিও এ আসনে বহাল হয়েছেন।

নড়াইল-২ আসনের আলোচিত প্রার্থী আওয়ামী লীগ মনোনীত জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তিনি নড়াইল সরকারী টেশনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ কেন্দ্রে মোট ভোটার ১৯৪৯ জন। অপর দিকে ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া সরকারী পাইলট স্কুলে ভোট প্রদান করবেন।

ডিএসবি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,