For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লক্ষ্মীপুরের চারটি আসনে ভোট গ্রহণ চলছে

Published : Sunday, 30 December, 2018 at 11:16 AM Count : 319

উৎসবের আমেজ ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪৪৬টি ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে এ ভোট। এর মধ্যে ৩৪৬টি কেন্দ্র ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। 

সকাল ৮টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল নিজের ভোট প্রদান করেন।

জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন। পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন। এছাড়া ১ লাখ ৮১ হাজার ৬৪২ ভোট নতুন। যারা ২০১৪ সালের পর ভোটার হয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাবলয়।

নির্বাচনী মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড, নৌ বাহিনী ও আনসার সদস্যসহ ৬ স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করছেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৮৫টি ভোটকেন্দ্রে ও ৪৬২টি ভোটকক্ষ মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৯৪০ জন। এ আসনে প্রধান প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান (নৌকা প্রতিক) ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এলডিপি শাহাদাৎ হোসেন সেলিম (ধানের শীষ)। 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ভোটকেন্দ্র ১৩১টি, ভোটকক্ষ ৭৬৭টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৫৯২ জন। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত কাজী শহিদ ইসলাম পাপুল (আপেল) ও ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী বিএনপি আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ)।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটকেন্দ্র ১১৫টি, ভোট কক্ষ ৬৭১টি। ভোটার ৩ লাখ ৩০হাজার ৯৩০ জন। এ আসনে দুই জন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন বেসামির বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল ( নৌকা প্রতিক) ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটকেন্দ্র ১১৫টি, ভোটকক্ষ ৪৪৯টি। ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। এ আসনে নৌকা প্রতিক নিয়ে আছেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব (ধানের শীষ)।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন- ‘৪৪৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুরো লক্ষ্মীপুর জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

আরআইকে/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,