For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শীতার্ত ছিন্নমূল পথশিশুদের পাশে ছায়াপথ

Published : Monday, 24 December, 2018 at 10:31 AM Count : 366

উত্তরবঙ্গের নওগাঁতেও জেঁকে বসেছে শীত। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল মানুষদের। বড়দের পাশাপাশি ছিন্নমূল পথশিশুদের কষ্ট আরও অনেক বেশি। এই শীতে রেল বস্তিতে বসবাসকারী ৬০ জন পথশিশুকে শীতবস্ত্র দিল নওগাঁর আত্রাইয়ের 'ছায়াপথ' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটি আত্রাই আহসানগঞ্জ রেল বস্তিতে কয়েক বছর ধরে ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতন স্কুল পরিচালনা করে আসছে। ওই স্কুলে অধ্যয়নরত শিশুদের মধ্যে রোববার সন্ধ্যায় শীতবস্ত্র হিসেবে কম্বল ও গরম পোশাক বিতরণ করা হয়।
শিশুরা নতুন কম্বল পেয়ে উল্লাসিত ও আনন্দিত।

রেল বস্তিতে বেড়ে ওঠা শিশু রত্না, রাফিউল ইসলাম, হাবিব, সুরভি ও রকিসহ অনেকেই জানায়, শীতে তাদের কোন গরম কাপড় ছিল না। এই প্রথম তারা শীত নিবারণের জন্য নতুন কাপড় পেল। ছায়াপথ পথশিশু স্কুলে লেখাপড়া করায় তারা এই প্রথম শীতের নতুন পোশাক পেল।

সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আশিশ কুমার বলেন, উপজেলার কিছু সমাজসেবী ব্যক্তির প্রচেষ্টায় আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন বস্তিতে স্কুল গড়ে তোলা হয়েছে। স্কুলে সুবিধা বঞ্চিত পথশিশুদের বিনামূল্যে লেখাপড়া করানো হয়। এই শিশুদের কোন শীতের কাপড় ছিল না। এ কারণে ছায়াপথ কর্তৃপক্ষের উদ্যোগে ৬০ জন শিশুকে শীতের পোশাক দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উদ্যোক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চু, প্রভাষক মোয়াজ্জেম মিঠু, ডা. আতাউল হক, নাজমুল হক, শিক্ষক রিমন মুরশেদ, রাকিব শুভ, শিক্ষিকা নুরুন্নাহার সাথী প্রমূখ।

সংগঠনের উদ্যোক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চু বলেন, সমাজে কিছু ভাল কাজের উদ্যোগ নিলে তা কখনই অসম্পূর্ণ থাকে না। যার একটি উদাহরণ ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতন। কয়েকজন ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা স্কুলে ছাত্র-ছাত্রী দিন দিন বাড়ছে। তাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়েও কাজ করা হচ্ছে। শীতের পোশাক বিতরণ ছাড়াও শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস, ফলের মৌসুমে ফল উৎসব করা হয়। ঈদের সময় তাদেরকে পোলাও-মাংস খাওয়ানো হয়। ভাল কাজে সহযোগিতার জন্য সমাজের সামর্থবান সকলের প্রতি তিনি আহ্বান জানান।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,