For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ক্রাইম পেট্রোল দেখে অনুপ্রাণিত

দুই কিশোর মিলে হত্যা করে শিশু রাকিনকে

Published : Monday, 17 December, 2018 at 6:03 PM Count : 412

রাকিনের গৃহশিক্ষক পারভেজ শিকদার (১৭) কৃষি বিষয়ের উপর ডিপ্লোমায় অধ্যয়ণরত।  ক্রাইম পেট্রোল দেখে তাঁর ছাত্রকে ফাঁদে ফেলে মুক্তিপণের ঘটনার পরিকল্পনা করেন গত ৬ মাস আগে, প্রথমেই রাকিনের বাবার মুঠোফোনটিও তাদের বাসা থেকে চুরি করেন।  পরে মুঠোফোনটি বন্ধ করে রেখে পরিকল্পনা সাজাতে থাকেন।  একাকী কাজ করতে পারবে না ভেবে সঙ্গে নেন ফাউগান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহমেদকে।  উভয়ের বাড়ি শিশু রাকিনদের বাড়ির পাশেই।

শিশু সাদমান ইকবাল রাকিন চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়।  লেখাপড়ার চাপমুক্ত থাকায় সারাদিনই খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকত সে।  অপহরণের দিন সকালে মক্তব থেকে এসে বাড়ির পাশেই সহশিশুদের সঙ্গে সে খেলছিল,  এসময় অভিযুক্ত ফয়সাল আহমেদ শিশুটিকে পাখির বাসা দেখাবে বলে বাড়ির পাশেই একটি বনে নিয়ে যায়।  সেখানে পূর্ব থেকে ছিল মূল পরিকল্পনাকারী পারভেজ।  শিশুটি তাদের ফাঁদ বুঝতে পেরে কান্নাকাটি শুরু করেন, তারাও শিশুটিকে আটকাতে ব্যর্থ হচ্ছিলেন।  শিশুটি বাড়ি পৌঁছে ঘটনা সবাইকে ফাঁস করে দেয়ার আশঙ্কায় তাঁরা দুজন মিলে শিশুটিকে গলাটিপে হত্যা করেন।
পরে তারা শিশুটির বাবার চুরি হওয়া পুরোনো মুঠোফোনের মাধ্যমে তার বাবার নিকট ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে মুঠোফোনটি বন্ধ করে রাখেন।

সারাদিন শিশুকে কোথাও খুঁজে না পেয়ে এবং মুক্তিপণের বিষয়টি নিয়ে শ্রীপুর থানায় পরদিন গত ৬ ডিসেম্বর অভিযোগ করেন শিশুটির বাবা।  পরে বাড়ির পাশেই একটি বনের ভিতরে গত ১১ ডিসেম্বর শিশু রাকিনের মরদেহের খোঁজ মেলে।

এদিকে এই শিশু হত্যাকারীদের ধরতে উদ্যোগ গ্রহণ করে র‌্যাব।  তাঁরা প্রথমে এ ঘটনার কোন ধরণের কুলকিনারা পাচ্ছিল না, পরে মুক্তিপণ চাওয়ার কাজের ব্যবহৃত মুঠোফোনে টাকা রিচার্জের সূত্র ধরে স্থানীয় বাজারের একটি রিচার্জের দোকান থেকে উক্ত নাম্বার লেখা একটি কাগজের টুকরা উদ্ধার করে।  সেখানের টুকরা ও লাশের পাশে ফেলে রাখা সিগেরেটের প্যাকেটের অংশ দেখে অভিযুক্তদের শনাক্ত করেন।
পরে গত ১৬ ডিসেম্বর শ্রীপুর ও গাজীপুর শহর হতে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার পারভেজ শিকাদার  গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফাউগান গ্রামের আলীম শিকদারের ছেলে, অপরজন একই গ্রামের আব্দুল লতিফ মোল্লাহর ছেলে ফয়সাল আহমেদ।  অপহরণ ও হত্যার শিকার শিশুটিও একই গ্রামের সৈয়দ শামীম ইকবালের ছেলে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, এঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করে বর্ণনা দেন।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,