For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বোরহানউদ্দিনে আ’লীগ-বিএনপির সংঘর্ষ

Published : Sunday, 16 December, 2018 at 11:06 PM Count : 239

ভোলার বোরহানউদ্দিন উপজেলায়  উদয়পুর রাস্তার মাথা এলাকায় ও হাকিমুদ্দিন এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এসময় আওয়ামীলীগের পাঁচটি নির্বাচনী অফিস ও পাঁচটি মাইক্রেবাস ভাংচুরসহ অন্তত ২০টি মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

এছাড়া সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনতাই করা হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় ও দুই পক্ষের মধ্যে সংর্ঘষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ও জানান, রবিবার সকালে ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ঢাকা থেকে লঞ্চযোগে বোরহানউদ্দিনের হাকিম উদ্দিনে আসেন। কিন্তু তিনি আসার আগেই সকালে বোরহানউদ্দিনের হাকিম উদ্দিন লঞ্চঘাট এলাকায় ইউপি চেয়ারম্যান কামরুল হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের গণসংযোগ চলাকালে অর্তকিত ভাবে বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান সেলিমের নেতৃত্বে একদল নেতাকর্মী হামলা চালায়। এসময় ২০টি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। 

উদয়পুর রাস্তার মাথা এলাকায় ৫টি আওয়ামী লীগের নির্বাচনী অফিসসহ ৫টি মাইক্রোবাস ভাংচুর করা হয়।  একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতরদেরকে বোরহানউদ্দিন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া  সাংবাদিকরা ছবি তোলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। মারধর করা হয় প্রথম আলোর সাংবাদিক নেয়ামতউল্্যাহ, এনটিভির সাংবাদিক আফজাল হোসেনকে। অপর দিকে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ঘাটে এসে পৌছলে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে তার বাসায় গিয়ে পৌছেন। 
 
অপর দিকে ভোলা-২ আসনের প্রার্থী আলী আজম মুকুল সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিএনপির প্রার্থী র্দীঘ দিন পর এলাকায় আসায় শান্তির জনপদ অশান্ত হয়ে উঠেছে। তিনি  কয়েক শত বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় প্রবেশ করেন। বোরহানউদ্দিন আসার আগেই দৌলতখানে লঞ্চ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এঘটনার জন্য আলী আজম হাফিজ ইব্রাহিমকে দায়ী করেন ইসিসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 
এব্যাপারে ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুনেছেন বোরহানউদ্দিনে নেতাকর্মীরা লঞ্চঘাটে জড়ো হলে তাদের উপর প্রতিপক্ষের লোকজনের হামলায় ১২ জন আহত হয়েছে বলে তিনি দাবী করেন। 

বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থল থেকে আগুনে পোড়া মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে এখনো কেউ মামলা করেননি। 

এএম

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,