For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তাঁবু গেঁড়ে, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন লতিফ সিদ্দিকী

Published : Sunday, 16 December, 2018 at 10:46 PM Count : 361

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ২০ জন নেতাকর্মী আহতের প্রতিবাদের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন তিনি।  দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি ধর্মঘটন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।  
এরআগে রোববার বেলা সোয়া ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁথা-বালিশ নিয়ে ধর্মঘট শুরু করেন আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত এই নেতা। তবে রাতে তিনি তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে শুয়ে পড়েছেন।  

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দেখে যায়, রাতে থাকার জন্য ডিসি অফিসের সামনের রাস্তায় তাঁবু টাঙানো হয়েছে।  আর ভেতরে মাটিতে পাটি ও তোষক বিছানো হয়েছে।  প্রচণ্ড শীতের কারণে সেখানে লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন লতিফ সিদ্দিকী।

রোববার দুপুরে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ির সরাতৈল এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় লতিফের গাড়িবহরে হামলার ও ভাঙচুর করা হয়। হামলায় বহরের চারটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন নেতাকর্মী।

লতিফ সিদ্দিকী হামলাকারীদের আটক এবং কালিহাতীর ওসির প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, কালিহাতীর বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছান ইমাম সোহেল হাজারীর সমর্থক গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের নেতৃত্বে এ হামলা করা হয়েছে।
গণমাধ্যমকে লতিফ সিদ্দিকী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমার বিজয় নিশ্চিত জেনে বর্তমান সংসদ সদস্য হাসান ইমান খানের সমর্থকরা আমার গাড়িবহরে হামলা চালায়। যাতে আমি নির্বাচন থেকে সরে যাই। কিন্তু আমি তো আওয়ামী লীগের বাইরে নই। বর্তমান এমপি সোহেল হাজারীর কারণে আওয়ামী লীগের যে সুনাম এ আসনে ক্ষুণ্ণ হয়েছে তা দূর করতেই সাধারণ মানুষ আমাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান এমপি তার নিজস্ব লোক দিয়ে এলাকায় মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছেন। আর এতে সায় দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।  এভাবে চলতে থাকলে এলাকায় আওয়ামী লীগের নাম কেউ শুনতে পারবে না।  আমি চাই এলাকার মানুষের কাছে আওয়ামী লীগ ভালো দল হিসেবে পরিচিতি পাক।  তাই আমি এ আসনে সাধারণ জনগণের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।  এতে ঈর্ষান্বিত হয়ে আমার গাড়িবহরে হামলা চালানো হয়।  অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত আমি এখানেই অবস্থান ধর্মঘট পালন করবো।’

লতিফ বলেন, ‘ইতোপূর্বে আমি তিনটি পৃথক লিখিত অভিযোগ করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থাই নেননি। অথচ কালিহাতীতে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে তার কর্মী-সমর্থকদের পুলিশ ফোন করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সরকার দলীয় প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা নিয়মিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মহোদয়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী সাংবাদিকদের জানান, হামলাকারীদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,