For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়ের কাছাকাছি বাংলাদেশ

Published : Thursday, 15 November, 2018 at 1:19 PM Count : 270

টেইলর-মুরের প্রতিরোধ ভাঙার পর বাংলাদেশ শিবিরে স্বস্তির সুবাতাস বয়ে গেল। যদিও এখনও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন টেইলর। সুখের খবর হলো, জিম্বাবুয়ের ৭ উইকেটের পতন ঘটেছে ইতিমধ্যেই। জয়ের জন্য বাংলাদেশের চাই আর মাত্র ৩ উইকেট। জিম্বাবুয়ের চাই ২৪২ রান। ড্র করতে হলে খেলতে হবে শেষ সেশন পর্যন্ত।

বৃহস্পতিবার পঞ্চম দিন সকালে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। শন উইলিয়ামসকে (১৩) বোল্ড করে দিয়ে পুরো ম্যাচে প্রথম উইকেট শিকার করেন তিনি।  দলীয় ১২০ রানে পতন ঘটে তাদের চতুর্থ উইকেটের। অল-রাউন্ডার সিকান্দার রাজাকে দুর্দান্ত নৈপূণ্যে কট অ্যান্ড বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন তাইজুল ইসলাম।
রাজার বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন পিটার মুর এবং ব্রেন্ডন টেইলর। পঞ্চম উইকেট জুটিতে আসে ৬৬ রান। উইকেটে দুজনে কাটিয়ে দেন অনেকটা সময়। শেষ পর্যন্ত মেহেদী মিরাজের বলে পিটার মুর (১২) ইমরুলের তালুবন্দি হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত রান নিতে গিয়ে রান-আউট হয়ে যান উইকেটকিপার চাকাভা (২)। এর সামান্য পরেই লিটন দাসের দুর্দান্ত ক্যাচে মেহেদী মিরাজের তৃতীয় শিকার হন ডোনাল্ড ত্রিপানো (০)।

গতকাল বুধবার বাংলাদেশ ৬ উইকেটে ২২৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪৩ রানের। দেওয়া পাহাড়সম টার্গেট মাথায় নিয়ে দিনের শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। মিস ফিল্ডিংয়ের সুযোগে ব্রায়ান চারির আর হ্যামিল্টন মাসাকাদজার ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। মাসাকাদজাকে (২৫) মিরাজ এবং ব্রায়ান চারিকে তাইজুল ফিরিয়ে দিলে ২ উইকেটে ৭৬ রানে দিন শেষ করে জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১২২ বলে ৪টি চার এবং ২টি ছক্কায় তিনি খেলেন অপরাজিত ১০১* রানের ইনিংস। প্রথম ইনিংসে বাংলদেশ ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে। ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম (২১৯*)। এছাড়া ১৬১ করেছিলেন মুমিনুল হক। জবাবে প্রথম ইনিংসে ৩০৪ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।

আরইউ

🔴 আশা জাগাচ্ছে বাংলাদেশ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,