For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আন্ত:নগর চিত্রা ট্রেন চালু রাখার দাবি; ঈশ্বরদীতে ট্রেন অবরোধ

Published : Thursday, 3 October, 2024 at 7:01 PM Count : 157

আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেন চালু রাখা ও বাতিলকৃত সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি পুনরায় ফিরিয়ে আনার দাবিতে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে মানববন্ধন, ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

‘ঈশ্বরদীর আপামর ছাত্রজনতার’ ব্যানারে বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে জংশন স্টেশন প্লাটফর্মে এই কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। তারা এ সময় খুলনা থেকে ঢাকামুখি চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে পৌঁছলে ট্রেন ইঞ্জিন ও রেললাইন প্রতীকী অবরোধ করে। এসময় পথসভা থেকে আগামী সাত দিনের মধ্যে চিত্রা ট্রেন ঈশ্বরদীতে চালু রাখার দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। 

পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাংবাদিক সেলিম সরদার, সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আ. ফ. ম. রাজিবুল ইসলাম ইভান, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, শিক্ষার্থী মাহিম মেহরাব, তানজিদুল জামান দিহান প্রমুখ।
আয়োজকরা বলেন, ঈশ্বরদী দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন। এ স্টেশন দিয়ে প্রতিদিন ৩৪ টির অধিক ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে। তবে ঢাকা যাওয়ার মাত্র তিনটি আন্ত:নগর ট্রেন ছিল। কিন্তু গত বছর এই তিনটি ট্রেনের মধ্যে ঢাকামুখি সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে প্রত্যাহার ও রুট পরিবর্তন করে অন্য রুটে চালানো হচ্ছে। এতে এ অঞ্চলের শত শত যাত্রী ঢাকায় যাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছে। এ অবস্থায় আবারও ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি বাতিল করে অন্য রুটে চালানোর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।

তারা বলেন, রেল কর্তৃপক্ষ যদি আবারও এ পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে আরও দুর্ভোগে পড়বে ঈশ্বরদী, কুষ্টিয়া, ভেড়ামারা, চাটমোহর, নাটোর জেলা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ গুরুত্বপূর্ণ স্টেশনের হাজার হাজার মানুষ। এই অবস্থায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চালু রাখার দাবি জানান। অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, বিষয়টি স্পর্শকাতর। আমরা এখন পর্যন্ত এ সংক্রান্ত লিখিত কোন নির্দেশনা পাইনি। ফলে কোন মন্তব্য করা যাচ্ছে না।

কেএমএইচ/ এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,