For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ১০

Published : Sunday, 29 September, 2024 at 8:03 PM Count : 58

জয়পুরহাট-আক্কেলপুর সড়কের খেজুরতলী কালিবাড়ী এলাকায় রোববার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুরহাট থেকে আক্কেলপুর গামী জননী পরিবহন (নং বগুড়া-জ-০৪- ০০০৭) নামে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসের চালক ও হেলপারসহ কমপক্ষে ১০জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত আঃ হাকিম, আব্দুস ছাত্তার, আরিফুল ও মারিয়া নামে ৪ জন যাত্রীর জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। এরমধ্যে আঃ হাকিমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দুর্ঘটনা এলাকায় সড়কের দু দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে থানা ও ট্রাফিক পুলিশ গিয়ে বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।

বাসের যাত্রী আহত আব্দুস ছাত্তার (৬০) অভিযোগ করে বলেন, বাসের চালকের আসনে বসে গাড়ীর হেলপার গাড়ি চালাচ্ছিলেন। জয়পুরহাট সদরের খেঁজুর তলীর আগে কালিবাড়ী এলাকায় পৌছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাটগামী পন্যবাহী ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার পরই খবর পেয় পুলিশ ঘটনাস্থলে পৌছে যায়। সড়কের উভয় দিকে আটকে পড়া যানবাহন গুলোকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করাসহ দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,