For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ইতালি প্রবাসীর গ্রীনকার্ড ও বৈদেশীক মুদ্রাসহ ১০ লাখ টাকার মালামাল লুট

Published : Wednesday, 25 September, 2024 at 8:43 PM Count : 103



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আবারো প্রবাসী বহন করা গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। 

বুধবার ভোরে মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মুখোশধারী ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসহ সড়কে ট্রাক দিয়ে গতিরোধ করে প্রবাসীর গাড়িতে ডাকাতি করে। ডাকাতদল প্রবাসীর গ্রীন কার্ড, ইউএস ডলার, ইউরো, ৮টি মোবাইল সেট, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
এর আগে গত ১৬আগষ্ট রাতে একই স্থানে মালয়েশিয়া প্রবাসী মামুন মিয়ার গাড়িতে ডাকাতি সংঘটিত হয়। 
 
ইতালি প্রবাসীর চাচাতো ভাই জুয়েল মিয়া জানান, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে ইতালি প্রবাসী গ্রীন কার্ডধারী রবিউল ইসলাম দীর্ঘ ৭বছর পর দেশে ফেরেন। গত মঙ্গলবার গভীর রাত আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। বিমানবন্দর থেকে তাকে প্রাইভেটকার যোগে তারা নিতে আসেন। সঙ্গে জুয়েল ছাড়াও নেয়ামত উল্লাহ ও একই গ্রামের প্রাইভেটকার চালক মিজানসহ ৪জন ছিলেন। বিমান বন্দর থেকে রওনা হয়ে বুধবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে ডাকাতদল একটি ট্রাক দিয়ে তাদের গাড়ি গতিরোধ করে। এসময় দেশী ধারালো অস্ত্রে জিম্মি করে ৯শ’ ইউএস ডলার, সাড়ে ৩শ’ ইউরো, একটি আই ফোনসহ ৮টি মোবাইল সেট, মালামালসহ একটি লাগেজ,  গ্রীনকার্ড, ব্যাংক কার্ড, বাংলাদেশী নগদ টাকাসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সোনারগাঁও থানায় গিয়ে কোন প্রকার সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেন।
 
ইতালি প্রবাসী রবিউল ইসলামের অভিযোগ, ডাকাতির হওয়ার পর পর স্থানীয়দের সহযোগিতায় থানায় যাই। পরে ডিউটি অফিসার এসআই আল ইসলামের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। ওই সময় তাকে ফোন দেওয়ার হলে তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নিয়ে পরে যোগযোগ করতে বলেছেন।
  
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম বলেন, মহাসড়কে রাতে টহলে ছিলাম। ডাকাতরা দু’তিন মিনিটে ডাকাতি করে চলে যায়। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী বলেন, আগের তুলনায় ডাকাতি কমেছে। তবে এখনো সব অফিসার থানায় যোগদান করেনি। জনবল কম থাকায় অনেক কিছু সম্ভব হচ্ছে না। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

এইচএমআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,