For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

হত্যা মামলায় ছাত্রলীগকর্মী-যুবলীগ নেতাকে জামিন

মুন্সীগঞ্জে আদালতের ফটকে অবস্থান নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

Published : Wednesday, 25 September, 2024 at 4:47 PM Count : 146



মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে দুই শ্রমিককে গুলি করের হত্যা মামলা থেকে ছাত্রলীগ ও যুবলীগের ২ আসামীকে জামিনের প্রতিবাদে আদালতের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। 

বুধবার বেলা ১১টার দিকে শহরের সুপারমার্কেট থেকে বৈষম্য বিরোধী আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারের "মার্চ টু জজকোর্ট" নামের মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে অংশ নেয় কয়েক শতাধিক শিক্ষার্থী ও ছাত্রজনতা।
বিক্ষোভকারীরা জানান, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জে শহরে নৃশংসভাবে খুন করা হয় ৩ জনকে। এরমধ্যে শ্রমিক সজল ও ডিপজল হত্যা মামলায় আসামী করা হয়েছিলো ছাত্রলীগ কর্মী রাহিম ও যুবলীগের বাঘড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। গত সোমবার তদন্তকারী কর্মকর্তা আদালতে দুজনের রিমান্ড আবেদন করলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রিমান্ড নামঞ্জুর করে আসামীদের সরাসরি জামিনের আদেশ দেন। হত্যা মামলায় এমন জামিন নজিরবিহীন, এতে অপরাধীরা মুক্ত হয়ে ঘুরার সুযোগ পাচ্ছে। আর ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে নিহতের স্বজনরা।

শিক্ষার্থীরা আরো বলেন, হত্যা মামলায় আসামীদের বিষয়ে যথাযথ তদন্ত করে সুষ্ঠু বিচারে বিচারকদের প্রতি জোরালো আহ্বান। একই সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠ বিচার না হলে ছাত্র-জনতা জোরালো আন্দোলনের মাধ্যমে আবারো বিচারের দাবি তোলার ঘোষণা দেন। 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে মিছিল বের হলে হামলা করে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সজল ও ডিপজলসহ ৩ জন। এঘটনায় পরে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেছিলো নিহতের স্বজনরা। সোমবার ছাত্রলীগকর্মী রাহিম ও যুবলীগের বাঘড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আদালতে সোপর্দ করা হয়েছিলো।

এমএইচএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,