For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন

Published : Sunday, 22 September, 2024 at 5:42 PM Count : 326

আশ্বিনেও কমছে না তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে খরতাপে পুড়ছে নাগেশ্বরী। প্রচন্ড দাবদাহে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। জ্বর-সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রভাব পড়েছে কৃষিতেও।

ষড়ঋতুর বাংলাদেশে শরৎ চলমান। এই সময়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করার কথা থাকলেও প্রকৃতিতে গরম ভাব এখনো বর্তমান। দেখা মেলেনি হালকা কুয়াশাচ্ছন্ন সকাল-সন্ধ্যার। অনুপস্থিত শরতের অপরুপ সৌন্দর্য্য।

গত কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ। দেখা নেই মেঘের। এ অবস্থার কুয়াশাহীন সকালে নিজস্ব ভাব, ভঙ্গী, তেজস্বিতে পুব আকাশে উদয় হয় সুর্য। সারাদিন সমানভাবে ছড়ায় সুর্য কিরণ। খরতাপে উষ্ণতা ছড়ায়। বাতাসেও আদ্রতার পরিমাপ বেশি। প্রচুর ঘাম ঝরে মানুষের শরীর থেকে। চিট চিট যন্ত্রণা করে সমস্ত শরীর।

আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরে টানা তাপদাহ চলছে। গড়ে প্রতিদিনে এ তাপমাত্রা ছিল ৩৮ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা এ অবস্থায় চলবে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ দেখা দিলে কমে আসবে তাপমাত্রা।
একদিকে খরতাপ, অন্যদিকে বৈদ্যুতিক লোডশেডিং। দিন ও রাতে চলে এর যাওয়া আসার খেলা। এ অবস্থায় দিনে ক্লান্ত, অবসন্ন শরীরে অনেকেই গাছতলায় শুয়ে-বসে সময় কাটালেও দিনের আলো মিলিযে সন্ধ্যা ঘনিয়ে এলে চিন্তা বাড়ে তাদের। রাতে কষ্ট মেনে নিয়ে ঘর্মাক্ত শরীরে শুতে যায় সবাই। বিদ্যুতের আসার অপেক্ষায় ঘুমিযে পড়ে। এতে বুকে কফ জমে অনেকেই আক্রান্ত হচ্ছে সর্দি, জ্বর, কাশিতে। প্রতিনিয়ত বাড়ছে এর সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন অতিরিক্ত গরমে মানুষ সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত হচ্ছে। কৃষিতেও পড়েছে খরতাপ এর প্রভাব। শুকিয়ে গেছে রোপা আমন ক্ষেত। সেচ দিতে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষককে।

কুড়িগ্রাম আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আদ্রতার আধিক্যে এর চেয়েও বেশি গরম অনুভুত হচ্ছে। তবে আগামীকাল-পরশু বৃষ্টি হতে পারে। তখন হয়তো কমে যেতে পারে তাপমাত্রা।

কেএসবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,