For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

খাগড়াছড়ি-রাঙামাটিতে ৭২ ঘণ্টার অবরোধ চলছে

Published : Saturday, 21 September, 2024 at 12:50 PM Count : 126

খাগড়াছড়িরাঙামাটির বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতার ডাকে এই দুই জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে অবরোধ শুরু হয়েছে।

রাঙামাটিতে পৃথক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাঙামাটির বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাঙামাটিতে যানবাহনের হামলা ও ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে, সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত রয়েছে।
শুক্রবার ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় তিন জন নিহত ও আরো কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকানপাট।

এদিকে, সড়ক ও নৌপথ অবরোধ ও যানবাহনের ধর্মঘটের কারণে রাঙামাটিতে সবকটি সড়ক ও নৌ পথে সব ধরনের যানবাহন ও নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শহরের অভ্যন্তরীণ রুটেও কোনো যানবাহন চলাচল করছেনা। ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার সাপ্তাহিক হাটবার থাকলেও কোনো বাজারে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 

রাঙামাটির বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার রাঙামাটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আজ (শনিবার) স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙামাটিতে আসছেন।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,