For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বিএনপি'র দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Published : Thursday, 19 September, 2024 at 1:45 PM Count : 149

নেত্রকোণাকেন্দুয়ায় একটি দোকান দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালীর দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু'জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। 
 
বুধবার দিবাগত রাতে পৌর শহরে মধ্য বাজারে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কেন্দুয়া মধ্য বাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তির একটি দোকান ঘরের জায়গা বুধবার রাতে দখল করতে যান পৌর শহরের দিগদাইর গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের বড় ভাই আল আমিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার।  

একই সময় সোহেল আমিনের পক্ষ নিয়ে ওই দোকানে যান নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর ভগ্নিপতি উপজেলা বিএনপি সভাপতি জয়নাল ভূঁইয়ার বড় ভাই এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ভূঁইয়ার বাবা উপজেলার চকবাট্টা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া। 
একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে যুবদল নেতা নাসির খন্দকারের পক্ষে পৌরসভার দিগদাইর গ্রামের লোকজন এবং বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়ার পক্ষে উপজেলার চিরাং ইউনিয়নে চকবাট্টা গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে অন্তত উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হন। 

নাসির খন্দকার, উজ্জ্বল খন্দকার, আল আমিন খন্দকার এবং জসিম উদ্দিন ভূঁইয়া, জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাইফুল আলম ভূঁইয়া দুই গ্রুপের লোকজনই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী গ্রুপের নেতা বলে জানান স্থানীয়রা।

এদিকে, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া জানান, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের ভাই আল আমিন খন্দকার ও উজ্জ্বল খন্দকার লোকজন নিয়ে সোহেল আমিনের দোকানে তালা দিয়েছিল। পরে আমাদের লোকজন বাধা দিলে দোকানের তালা খুলে দেন। কিন্তু দোকানে ব্যবসা পরিচালনা করতে তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। এর মধ্যে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকার ও তার লোকজন আমাদের লোকজনের উপর গুলি চালায়। এতে ছাত্রদল নেতা রনি মিয়া ও যুবদল নেতা রফিকুল ইসলাম দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। 

তবে তার চাচা পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার জানান, মধ্য বাজারে থাকা সোহেল আমিন নামের দোকানের মালিক নাসির খন্দকারের ভাই আল আমিন খন্দকার। তিনি তার দোকানে তালা মেরে দেন। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ও তার ভাই জসিম উদ্দিন ভূঁইয়া টাকার বিনিময়ে দোকানের তালা খুলে সোহেল আমিনকে বুঝিয়ে দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের পরই সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

তিনি জানান, সভাপতি জয়নাল আবেদীন আমাদের লোকজনের বিরুদ্ধে গুলির অভিযোগ করেছে তা মিথ্যা। এখানে গুলির কোনো ঘটনা ঘটেনি। আমরা দু'পক্ষই জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী গ্রুপের লোকজন।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার জনান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনের মতো চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে দু'জন গুলিবিদ্ধ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, কেন্দুয়া পৌর শহরের মধ্য বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এইচকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,